আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন। চতুর্থ টেস্টে। তারপর থেকেই ছিলেন মাঠের বাইরে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। শুক্রবার থেকে ইডেনে শুরু ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট। প্রথম একাদশে থাকবেন ঋষভ। তার আগে ভারত ‘‌এ’‌ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘‌এ’‌ দলের হয়ে রান পেয়েছেন। 


এদিকে, ইডেন টেস্টের আগের দিন পন্থ জানালেন, ঈশ্বরের আশীর্বাদ এবং মাঠে ফেরার ইচ্ছা ছিল বলেই তিনি প্রত্যাবর্তন করতে পেরেছেন। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার আগে ভারত এ দলের হয়ে দু’টি বেসরকারি টেস্টে খেলেছেন পন্থ। বৃহস্পতিবার বোর্ডের প্রকাশিত একটি ভিডিওয় তিনি বলেছেন, ‘‌চোট পাওয়ার পর প্রত্যাবর্তন কখনওই সহজ নয়। তবে ঈশ্বর আমার প্রতি সর্বদা মহান এবং সব সময় আশীর্বাদ করেছেন। এবারও মাঠে ফিরতে পেরে আমি খুশি।’‌ তিনি আরও যোগ করেছেন, ‘প্রতিবার মাঠে নামার সময় কৃতজ্ঞ থাকি। তাই জন্য আকাশের দিকে তাকিয়ে ঈশ্বর, আমার বাবা–মা, পরিবার এবং যাঁরাই আমার পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ দিই।’‌


ভারতের উইকেটকিপার–ব্যাটার জানিয়েছেন, রিহ্যাব করার সময় তিনি নিজের মনকে ভাল রাখার কাজ করে গিয়েছেন। ভবিষ্যতে কী হবে তা নিয়ে একটুও ভাবেননি। পন্থের কথায়, ‘‌যা নিয়ন্ত্রণে রয়েছে সেটা নিয়েই ভাবা ভাল। ভাগ্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই ওটা নিয়ে ভেবে লাভ নেই। অনেক বিষয় রয়েছে ভাবার মতো, যেগুলো হয়তো অন্য সময় আমরা চিন্তাও করি না।’‌ পন্থ আরও যোগ করেছেন, ‘‌আপনি যদি নিজের মনকে ঠিক রাখতে পারেন তাহলে বাইরের কিছু আপনার কানে ঢুকবে না। আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটাতেই মনোযোগ দিতে পারবেন। যেটা আপনি করতে ভালবাসেন সেটার মধ্যেই আনন্দ খুঁজে পাবেন, বিশেষ করে যদি চোট পেয়ে থাকেন।’‌ 


এটা ঘটনা, ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার পর কোনওমতে প্রাণে বেঁচেছিলেন পন্থ। তার পর চুটিয়ে ক্রিকেটও খেলেছেন। তাঁর মতে, জীবনে কঠিন সময়ে পাওয়া শিক্ষা অমূল্য। পন্থের কথায়, ‘‌যেটা আপনার ভাল লাগছে সেটাই করতে হবে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা রাখা এবং শেখার জন্য মনকে তৈরি রাখতে হবে। পাশাপাশি যেটা করছেন সেটা উপভোগও করতে হবে। যা–ই করুন না কেন, সেটা উপভোগ না করতে পারলে মুশকিল। নিজের ১০০ শতাংশ দিলেই আপনি আনন্দ এবং সুখ খুঁজে পাবেন। এটা নিশ্চিত।’‌