আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের পর ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়ে চর্চা চলছিল। বুধবার ঋষভ পন্থ জানিয়ে দেন, চার নম্বরে ব্যাট করবেন শুভমন গিল। নিজের ব্যাটিং পজিশনও জানিয়ে দেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে দলের ব্যাটিং পজিশন খোলসা করলেন। দুই মহাতারকার অবসরের পর এটাই সবচেয়ে চর্চিত বিষয় ছিল। তবে যশস্বীর সঙ্গে কে ওপেন করবে, সেই নিয়ে কিছু বলেননি পন্থ। গিল চারে ব্যাট করার অর্থ, তিন নম্বর স্পট খালি। কেএল রাহুলের ওপেন করার সম্ভাবনাই বেশি। যদিও এখনও নিশ্চিত নয়। সেক্ষেত্রে তিনে সাই সুদর্শন এবং করুণ নায়ারের মধ্যে একজনকে খেলানো হতে পারে। পন্থ জানান, তিন নম্বর পজিশন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট।
পন্থ বলেন, 'তিন নম্বরে কাকে খেলানো হবে সেই নিয়ে আলোচনা চলছে। তিন চার, পাঁচ নম্বর ঠিক হয়ে গিয়েছে। আমার মনে হয় শুভমন চারে ব্যাট করবে। আমি পাঁচে নামব। বাকি স্পট নিয়ে আলোচনা চলছে।' এদিকে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। তিন নম্বরে জায়গা ধরে রাখলেন অলি পোপ। বাদ পড়লেন জেকব বেথেল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নজর কাড়লেও, টেস্ট দলে জায়গা পেলেন না। উইকেটের পেছনে দেখা যাবে জেমি স্মিথকে। শুরুতে জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। মিডল অর্ডারে ইংল্যান্ডের ভরসা অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক এবং বেন স্টোকস।
