আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকে নিজের বাড়ির সামনেই অজ্ঞাতপরিচয় যুবকের হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
অভিযোগ উঠেছে, তাঁর সল্টলেকের বাড়ির সামনেই আচমকাই ওই অজ্ঞাতপরিচয় যুবকের হামলার মুখে পড়েন তিনি। প্রাক্তন মন্ত্রীর ওপর চড়াও হয়ে পরপর তাঁর মুখে ঘুষি মারতে থাকেন ওই যুবক।
মারতে মারতে মন্ত্রীকে রাস্তায় ফেলে দেন। ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানেই তাঁরা ওই যুবককে ধরে ফেলেন।
তারপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কী কারণে মন্ত্রীর ওপরে হামলা চালানো হল তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, রবিবার হাবড়া থেকে নিজের সল্টলেকের বাড়িতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সল্টলেকেও তাঁর একটি অফিস রয়েছে।
এদিন অফিসে ঢোকার সময়েই আচমকা হামলার মুখে পড়তে হয় তাঁকে। সূত্রের খবর, ওই যবুক অতর্কিতে এসে জ্যোতিপ্রিয়র মুখে ঘুষি মারেন। আঘাতে রাস্তায় পড়ে যান জ্যোতিপ্রিয়।
যুবক আবার হামলা করতে এলে তিনি চিৎকার করেন। সেই আওয়াজে ছুটে আসেন আশেপাশের তৃণমূল কর্মীরা। জ্যোতিপ্রিয়কে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান।
ওই হামলাকারী যুবককে আটকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ থানায় নিয়ে গিয়েছে অভিযুক্তকে। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় ঘুষির আঘাতে মুখে আঘাত পেলেও তাঁর অবস্থা স্থিতিশীলই রয়েছে।
তবে বয়স এবং ডায়াবেটিসের কারণে তিনি কিছুটা দমে গিয়েছেন মানসিকভাবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম অভিষেক দাস।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর তিনটে থেকেই তাঁকে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল।
জানা গিয়েছে, মাঝে কিছু সময়ের জন্য চলে গেলেও বিকেলের দিকে আবার ফিরে আসেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে বাড়িতে ঢুকতে দেখেই তাঁর উপর হামলা চালান ওই যুবক। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
