আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি টেম্পো ট্রাভেলার বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি তিন জন গুরুতর আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ফালোদি জেলায়, ভারত মালা হাইওয়ের উপর মাতোদা গ্রামের কাছে।
পুলিশ জানিয়েছে, নিহতরা প্রত্যেকেই যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তাঁরা বিকানেরের কোলায়ত মন্দিরে কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে নিজেদের গন্তব্যে ফিরছিলেন। যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন, "ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী মারা যান। দুই জন মহিলা গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে ওসিয়ানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের যোধপুরে স্থানান্তরিত করা হয়েছে।"
টেম্পো ট্রাভেলারটির সামনের অংশ এতটাই দুমড়ে-মুচড়ে গিয়েছে যে, অনেক যাত্রী ভেতরেই আটকে পড়েন। খবর পেয়েই উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সম্ভাব্য সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী 'এক্স' হ্যান্ডেলে লেখেন, "ফালোদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। জেলা প্রশাসনের আধিকারিকদের আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিহত সকলের আত্মার শান্তি কামনা করি। প্রার্থনা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।"
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনিও 'এক্স' হ্যান্ডেলে লেখেন, "এইমাত্র খবর পেলাম ফালোদির মাতোদায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এই খবরে আমি গভীরভাবে মর্মাহত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আহত সকলে শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। যাঁরা প্রাণ হারান তাঁদের আত্মার শান্তি কামনা করছি।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 'এক্স' হ্যান্ডেলে পোস্ট করা হয়, "রাজস্থানের ফালোদি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত মানুষজন এবং তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।"
প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানায়, "প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।"
প্রসঙ্গত গত মাসে জয়সলমীরে একটি স্লিপার বাসে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২৬ জন জীবন্ত দগ্ধ হয়েছিলেন। বাসটিতে কোনও জরুরি নির্গমনের পথ ছিল না। ওই দুর্ঘটনার পরই পরিবহন দপ্তর একটি জোরদার অভিযান শুরু করেছিল।
অন্যদিকে গত মাসের শেষ দিকে, উত্তর প্রদেশের পিলিভিট থেকে ৫০ জনেরও বেশি শ্রমিক নিয়ে আসা একটি বেসরকারি স্লিপার বাস মনোহরপুর এলাকায় একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। তাতে ২ জনের মৃত্যু হয় এবং ১০ জন আহত হন।
