আজকাল ওয়েবডেস্ক: ভরা সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং অর্ডার প্রকাশ্যে এনেছেন ঋষভ পন্থ।
জানিয়েছেন অধিনায়ক শুভমান গিল কোন পজিশনে নামবেন। ব্যাটিং অর্ডারের কোন পজিশনে নামবেন পন্থ, তাও খুল্লমখুল্লা প্রকাশ্যে এনেছেন তিনি।
এহেন পন্থই আবার ফিল্ডিং কোচ দিলীপের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন।
এদিনের সেশন শুরু হয়েছিল দিলীপের ডাইরেক্ট হিট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। তিনটি বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, পন্থ দিলীপকে অভিযোগ করেন, "আরে ও তো বাঁ হাতি, ওকে বাঁ দিকেই দাঁড় করাবে।'' ভারতীয় দলের প্রত্যেকেই অবশ্য হাল্কা মেজাজে ছিলেন।
২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত।
প্রথম টেস্টে ভারতীয় দলের কম্বিনেশন কি হবে, সেই নিয়ে চর্চা চলছে। একটি নির্দিষ্ট জায়গা নিয়েই আলোচনা চলছে। অলরাউন্ডার হিসেবে শার্দূল ঠাকুর না নীতিশ কুমার রেড্ডিকে খেলানো হবে, সেই নিয়ে নানা মত ক্রিকেট বিশেষজ্ঞদের। ভারতের প্রাক্তন কোচ ভরত অরুণ জানান, বর্তমান বোলিং ফর্মের ভিত্তিতে বেছে নেওয়া উচিত। ভারতীয় এ দলের বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্টে রেড্ডি একটি অর্ধশতরানের পাশাপাশি জোড়া উইকেট তুলে নেয়। শার্দূলও দুটো উইকেট নেয়। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ রান ৩৪।
তবে হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটারের মতে, শার্দুলের ব্যাটিংয়ের হাত ভাল হওয়ায় তাঁকেই প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত।
