আজকাল ওয়েবডেস্ক: দলীপ ট্রফিতে দেখা যাবে রিঙ্কু সিংকে। চলতি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার। ভারতীয় বি দলে খেলতে দেখা যাবে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে ডাক পাওয়ায় দলীপ‌ থেকে নাম প্রত্যাহার করে নেন যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থ। সেই জায়গায় দলে এলেন রিঙ্কু। ১২ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু হবে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, শুভমন গিল, কেএল রাহুল, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব, এবং আকাশ দীপ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেয়েছে। তাঁদের দলীপের পরের রাউন্ডে পাওয়া যাবে না। ভাল পারফরমেন্স সত্ত্বেও বিশ্বকাপের দলে সুযোগ হয়নি। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে গেলেও খেলার সুযোগ হয়নি। দীর্ঘদিন পর আবার দেশের জার্সিতে দেখা যাবে রিঙ্কুকে। 

গিলের পরিবর্ত হিসেবে দলে জায়গা পেয়েছেন রেলওয়ের প্রথম সিং। কেএল রাহুলের বদলি হিসেবে দেখা যাবে বিদর্ভের অক্ষয় ওয়াদকারকে। জুরেলের জায়গায় দলে সুযোগ পান অন্ধ্রপ্রদেশের শেখ রশিদ। কুলদীপ যাদব এবং আকাশদীপের পরিবর্তে সুযোগ পান শামস মুলানি ও আকিব খান। ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল। ভারতের বি দলে যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থের বদলে সুযোগ পান সুয়াশ প্রভুদেশাই ও রিঙ্কু সিং। যশ দয়াল এবং সরফরাজ খান টেস্ট দলে সুযোগ পেলেও দলীপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অংশ নেবে।