আজকাল ওয়েবডেস্ক: ছ'মাস ধরে ফোন ব্যবহার করেন না দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তাঁর আই ফোন খারাপ হয়ে গিয়েছিল। সেই ফোন সারাতে দিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার। ফোন সারানোর ১৫ হাজার টাকা দিতে পারেননি কাম্বলি। ফলে তাঁর ফোন আটকে রাখা হয়েছে।
নতুন বছরের প্রথম দিনই কাম্বলিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভক্তদের জন্য তাঁর বার্তা, মদ্যপান না করে জীবনকে উপভোগ কর।
সেই কাম্বলি সম্পর্কেই শোনা যাচ্ছে নতুন তথ্য। তাঁর আর্থিক অবস্থা যে খুবই খারাপ, তা সবারই জানা। বোর্ডের পেনশন বাবদ তিরিশ হাজার টাকায় সংসার চলে কাম্বলির। যে আবাসনে কাম্বলি থাকেন, তার রক্ষণাবেক্ষণের জন্য ১৮ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে। এর জন্য যে কোনও দিন বাড়িটাও হারাতে হতে পারে।
হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাম্বলিকে হাসপাতালে ভর্তি করতে হয় ২১ ডিসেম্বর। সেই কাম্বলিকে এদিন ছেড়ে দিল হাসপাতাল। তাঁর পরনে ছিল ভারতের ওয়ানডে দলের নতুন জার্সি। ব্যাট হাতে কয়েকটা শট নিতেও দেখা গিয়েছে কাম্বলিকে। তাঁর ব্যাটিং দেখে ভক্তরা হাততালি দিয়েছেন।
হাসপাতাল থেকে বেরনোর সময়ে কাম্বলি বলেছেন, ''শিবাজি পার্কের মানুষদের আমি দেখাব বিনোদ কাম্বলি ক্রিকেট ছাড়েনি। হাসপাতালে আমাকে বেশ ভাল ক্রিকেট প্র্যাকটিস করিয়েছে ওরা। আমি কেবল চার আর ছক্কা মেরেছি।''
বাড়ি ফিরলেও আর্থিক অবস্থা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে কাম্বলির। সেই সমস্যা কীভাবে কাটাবেন প্রাক্তন বাঁ হাতি তারকা?
