আজকাল ওয়েবডেস্ক: ক্লাব বিশ্বকাপ জিতলেই বিশাল অঙ্কের অর্থ পেতে পারে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এক প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাব যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ জিততে পারলে সর্বোচ্চ ১৫৬ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারে। এটি ক্লাব ফুটবলের ইতিহাসে একক কোনও প্রতিযোগিতায় সর্বোচ্চ আর্থিক পুরস্কার। ফিফা আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নেবে এবং মোট ১ বিলিয়ন ডলার পুরস্কার তহবিল থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অর্থ বিতরণ করা হবে। প্রতিযোগিতাটি ২০২৫ সালের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে।

 

বিশ্বের শীর্ষ ক্লাবগুলি অংশ নেবে এই প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বেশ কিছু ক্লাব ও ফুটবল বিশেষজ্ঞরা এই টুর্নামেন্টের সময়সূচি ও কাঠামো নিয়ে সমালোচনা করেছেন। রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। তাদের ম্যাচ রয়েছে আল হিলাল (সৌদি আরব) – ১৮ জুন, পাচুকা (মেক্সিকো) – ২২ জুন এবং রেড বুল সলসবার্গ (জার্মানি) – ২৬ জুন। টুর্নামেন্টে প্রতিটি জয়ের জন্য দলগুলো ২ মিলিয়ন ডলার এবং ড্র করলে ১ মিলিয়ন ডলার করে পাবে।

 

এছাড়া প্রতিটি পর্ব অতিক্রমের জন্য অতিরিক্ত অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে: রাউন্ড অফ সিক্সটিন: ৭.৫ মিলিয়ন ডলার (€৭ মিলিয়ন), কোয়ার্টার ফাইনাল: ১৩ মিলিয়ন ডলার (€১২ মিলিয়ন), সেমিফাইনাল: ২১.৬ মিলিয়ন ডলার (€২০ মিলিয়ন), ফাইনালিস্ট: ৩০ মিলিয়ন ডলার (€২৮ মিলিয়ন), চ্যাম্পিয়ন: ৪০ মিলিয়ন ডলার (€৩৭ মিলিয়ন)। টাকার অঙ্ক অনুযায়ী রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বের সব ম্যাচ জিততে পারলে এবং চ্যাম্পিয়ন হলে মোট ১৫৬ মিলিয়ন ডলার পাবে স্প্যানিশ ক্লাব।