আজকাল ওয়েবডেস্ক: মাদ্রিদ ডার্বিতে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি। আরও নির্দিষ্ট করে বললে  অ্যাটলেটিকোর পেনাল্টি নিয়ে। 

রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ''পেনাল্টি কেন, তা ফুটবলের সঙ্গে জড়িত লোকরাই বলতে পারছেন না।'' 

লা লিগায় মাদ্রিদ ডার্বিতে ৩৫ মিনিটে ওই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে এমবাপের গোলে সমতা ফেরায় রিয়াল। 

খেলার  ৩১ মিনিটের ঘটনা। চুয়ামেনির পা লাগে সামুয়েল লিনোর পায়ে। তখন অবশ্য বলের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন লিনো। রেফারি ভিএআর দেখার পরে পেনাল্টির সিদ্ধান্ত দেন। অ্যানচেলোত্তি অবাক হয়ে যান রেফারির সিদ্ধান্তে। আলভারেজ পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন অ্যাটলোটিকোকে। খেলা শেষ হয়ে গেলেও বিতর্কিত পেনাল্টির রেশ রয়ে গিয়েছে। 

রিয়াল সমতা ফেরালেও ম্যাচ বের করতে পারেনি। রেফারিং নিয়ে রিয়াল প্রতিবাদ জানিয়ে চলেছে। এস্পানিওলের কাছে হারের পরেও সেই রেফারিং নিয়ে অভিযোগ করেছিল রিয়াল। এবার মাদ্রিদ ডার্বির পরেও সেই রেফারিং বিতর্কের কেন্দ্রে থেকে গেলেন। অ্যানচেলোত্তিকে বলতে শোনা গিয়েছে, ''
ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটবলের সঙ্গে জড়িতরাই বুঝতে পারছে না।'' অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ''রেফারি ঠিকভাবেই পরিস্থিতি সামলেছেন।''