আজকাল ওয়েবডেস্ক: ভায়েকানোর বিরুদ্ধে ড্র করল রিয়াল মাদ্রিদ। তার ফলে লা লিগার শীর্ষে পৌঁছনোর সুযোগ হারাল কার্লো অ্যানচেলোত্তির দল।

খেলার ৪ ও ৩৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ভায়েকানো। দু'গোলে পিছিয়ে পড়েও প্রথমার্ধেই সমতা ফেরায় রিয়াল। শেষমেশ দুরন্ত লড়াই শেষ হয় ৩-৩ গোলে। 

উনাই লোপেজ ও আবদুল মুমিনের গোলে ২-০-এ এগিয়ে গিয়েছিল ভায়েকানো। রিয়াল ৩৯ মিনিটে ব্যবধান কমায় ভালভার্দের গোলে। বিরতির ঠিক আগে বেলিংহ্যামের গোলে ২-২ করে রিয়াল মাদ্রিদ। 


বিরতি পরে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। তার আট মিনিট পরেই পালাজনের গোলে সমতা ফেরায় ভায়েকানো। তার পরে অবশ্য র গোল হয়নি। ম্যাচও শেষ হয় ৩-৩-এ। 

১৭ ম‍্যাচে ১১টি জয় ও চারটি ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রিয়াল। সমসংখ্যক ম্যাচ খেলে রিয়ালের থেকে এক পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। 

আটলান্টার বিরুদ্ধে বাঁ পায়ের থাই মাসলে চোট পান এমবাপে। অস্বস্তি বোধ করায় তাঁকে হাফ টাইমের আগেই তুলে নেওয়া হয়েছিল। কিন্তু মেডিক্যাল রিপোর্টে দেখা যায় এমবাপের চোট গুরুতর নয়। এমবাপের চোট নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি কার্লো অ্যানচেলোত্তি। ১৮ ডিসেম্বর দোহায় ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপে খেলা রয়েছে রিয়ালের। সেই ম্যাচে কি পাওয়া যাবে এমবাপেকে? অ্যানচেলোত্তি বলেছেন, আগামী কয়েকদিনে এমবাপের পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা খতিয়ে দেখে ফরাসি সুপারস্টারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।