আজকাল ওয়েবডেস্ক: ওসানুসার সঙ্গে ড্র করল রিয়াল মাদ্রিদ। খেলার ফল  ১–১। শুরুতে  সব ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু এরই নাম ফুটবল। এক নিমেষে সব বদলে যায়। 

১৫ মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দিয়েছিলেন  রিয়াল মাদ্রিদকে। কিন্তু ৩৮ মিনিটে ছবিটাই বদলে গেল। 

রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখলেন জুড বেলিংহাম। দশ জনে নেমে যায় রিয়াল। নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের সুবিধা পেয়ে যায় ওসাসুনা। যদিও ১৫ মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার সেই অগ্রগমন ধরে রাখে রিয়াল মাদ্রিদ। 

কিন্তু ১১-র ওসাসুনাকে কতক্ষণ আটকে রাখতে পারবে ১০ জনের রিয়াল? খেলার ৫৬ মিনিটে ওসাসুনা পেনাল্টি পায়। বুদিমির ১-১ করেন ওসাসুনার হয়ে। এর পরেও রিয়াল চেষ্টা করে কিন্তু ম্যাচ জেতা সম্ভব হয়নি তাদের পক্ষে। 

লা লিগার অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেল্টা ভিগোর মধ্যে খেলা ১-১ গোলে শেষ হয়। এর ফলে লিগ টেবিলে রিয়াল ও অ্যাটলেটিকোর মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১। ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১। সমসংখ্যক ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫০। বার্সেলোনা একটা ম্যাচ কম খেলেছে। তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট।