আজকাল ওয়েবডেস্ক: ফিল সল্ট ফাইনালে খেলবেন? ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। যা চাপ বাড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সূত্রের খবর, সল্টের স্ত্রী সন্তানসম্ভবা। তাই তিনি সম্ভবত আহমেদাবাদে নেই। সোমবারের অনুশীলনে সল্টকে দেখা যায়নি। আর তাতেই জল্পনা বেড়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফাইনালে সম্ভবত খেলতে পারবেন না সল্ট। কারণ তাঁর স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেবেন। তবে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কিংবা অধিনায়ক রজত পতিদার এই বিষয়ে মুখ খোলেননি।
তবে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ের একটা বিশেষত্ব হল তিনি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিকল্পনা প্রকাশ করতে চান না। বড় ক্রিকেটারদের লুকিয়ে রাখেন। আবার চোট আছে বলে হাওয়ায় ভাসিয়ে দেন। ফিল সল্টের ক্ষেত্রেও বিষয়টা সেরকম কিনা তা বোঝা যাচ্ছে না।
যদিও শুধু সল্ট নন, আরসিবির একাধিক ক্রিকেটারকে ফাইনালের আগের দিন অনুশীলনে দেখা যায়নি। তাই বিষয়টা এখনও পরিস্কার নয় যে সল্ট বাড়ি ফিরে গিয়েছেন কিনা।
চলতি আইপিএলে ১২ ম্যাচে সল্ট করেছেন ৩৮৭ রান। তাই সল্ট যদি খেলতে না পারেন তাহলে চাপ বাড়বে আরসিবির।
