আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। তিন নম্বরে জায়গা ধরে রাখলেন অলি পোপ। বাদ পড়লেন জেকব বেথেল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নজর কাড়লেও, টেস্ট দলে জায়গা পেলেন না। উইকেটের পেছনে দেখা যাবে জেমি স্মিথকে। একটি বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়, 'ডিসেম্বরের পর এই প্রথম ওয়ারউইকশায়ারের অলরাউন্ডার ক্রিস ওকস দলে ফিরছে। ঘরের মাঠে প্রথম টেস্ট খেলবেন ব্রাইডন কার্স। এর আগে পাকিস্তান এবং নিউজিল্যান্ডে প্রথম পাঁচটা টেস্ট খেলেছেন।' শুরুতে জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। দু'জনেই ফর্মে রয়েছে। সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে রান পায়। ওপেনিংয়ে দুশো পার্টনারশিপ। দু'জনেই শতরান পান। 

সব ফরম্যাটেই দারুণ ছন্দে আছেন ডাকেট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজেও সফল। মিডল অর্ডারে ইংল্যান্ডের ভরসা অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক এবং বেন স্টোকস। সবার নজর থাকবে রুটের দিকে। টেস্টে সবচেয়ে নির্ভরযোগ্য তিনি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ছন্দে ছিলেন। লাল বলের ক্রিকেটে রেকর্ড ভাল ব্রুকের। ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স লক্ষ্য থাকবে তরুণ ক্রিকেটারের। পুরো ফিট হয়ে স্টোকসের ফেরা দলে ভারসাম্য বাড়াবে। সাতে জেমি স্মিথ। ইংল্যান্ডের ব্যাটিং লম্বা। আটে নামবেন ক্রিস ওকস। বোলিং তুলনায় কিছুটা কমজোরী। চোটের জন্য জোফ্রা আর্চার এবং মার্ক উডকে পাওয়া যাবে না। নতুন বলের দায়িত্ব ওকস এবং কার্সের ওপর। এছাড়াও আছেন জস টাং। ইংল্যান্ডের একমাত্র স্পিনার শোয়েব বশির। পঞ্চম বোলার হিসেবে দেখা যাবে স্টোকসকে। ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দলে ভারসাম্য খুঁজে পেয়েছে ইংল্যান্ড।