আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বল গড়াবে। তার আগে সতীর্থ হ্যাজলউডকে নিয়ে মন্তব্যে হেসে ফেললেন মিচেল স্টার্ক। 

২০২৫ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হ্যাজলউড ২২টি উইকেট নিয়েছেন। 

দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য আরসিবি ভক্তরা তাঁকে 'হ্যাজলডগ' নাম দেন। স্টেডিয়াম জুড়ে সমর্থকরা 'হ্যাজলগড'-এর নাম ধরে চিৎকার করেন। 

মিচেল স্টার্ককে সেই প্রসঙ্গ উত্থাপ্পন করায় তিনি হেসেই ফেলেন। স্টার্ক হাসতে হাসতে বলেন, ''আশা রাখব নামটা চিরস্থায়ী হোক। আমি যতদূর জানি জশ এই নামটা পছন্দ করে না। ভারতের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেছে জশ হ্যাজলউড। অনেক অর্থ রোজগার করে ফিরেছে। লর্ডসে হ্যাজলউডের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আমি।''

নাথান লিয়ঁ বিস্মিত হ্যাজলউডের নতুন নামে। অজি স্পিনারকে বলতে শোনা গিয়েছে, ''হ্যাজলউড সম্প্রতি নিজেকে হ্যাজলগড বলতে শোনা গিয়েছে। এটা আমাকে অবাক করেছে।'' 

হ্যাজলউডকে ঈশ্বরের বেদিতে স্থাপন করার পরে অজি তারকা স্বয়ং কী বলছেন? তিনি বলছেন, ''আশা করা যায় দ্রুতই এই নাম ধরে ডাকা বন্ধ হয়ে যাবে। ভারতের মাটিতে এই নাম ধরে যখন ডাকা হয় তখন বেশ আকর্ষণীয় লাগে, কিন্তু অস্ট্রেলিয়ায় এই নাম কাজে আসবে না।''