আজকাল ওয়েবডেস্ক: ১২ রানে জয়। মুম্বইয়ের বিরুদ্ধে। ম্যাচের সেরা হয়েছেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। কিন্তু স্লো ওভাররেটের জন্য জরিমানার মুখে পড়লেন আরসিবি অধিনায়ক।
ওয়াংখেড়েতে সোমবার খেলা ছিল মুম্বই ও আরসিবির। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ২২১/৫। বিরাট কোহলি করেন ৬৭। রজত পতিদার ৩২ বলে করেন ৬৪। আর শেষের দিকে জীতেশ শর্মা ১৯ বলে ৪০ করে যান। জবাবে মুম্বই থেমে যায় ২০৯ রানে। তিলক ভার্মা করেন ৫৬। আর অধিনায়ক হার্দিক ১৫ বলে। তবুও দলের হার ঠেকাতে পারেননি।
এদিকে, ম্যাচ শেষে স্লো ওভাররেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে পতিদারের। এবারের আইপিএলে তিনি চতুর্থ অধিনায়ক যিনি স্লো ওভাররেটের জন্য জরিমানার কবলে পড়লেন। এর আগে ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া ও রিয়ান পরাগ জরিমানার কবলে পড়েছেন।
ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পাশাপাশি জরিমানাও গুণতে হল পতিদারকে। খেলা শেষে পতিদার জানান, ‘দুর্দান্ত একটা ম্যাচ হল। বোলাররা যে সাহস দেখিয়েছে তা অসাধারণ। সত্যি বলতে জয়ের কৃতিত্ব বোলারদের। জোরে বোলারার যেভাবে বোলিং করল তা অসাধারণ। ক্রুণালও স্পিন বিভাগে দারুণ বল করল। শেষ ওভারে আত্মবিশ্বাসের সঙ্গে বল করে গেছে।’
