আজকাল ওয়েবডেস্ক: জোড়া টেস্ট হারের পর সিরিজে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে রোহিতদের সামনে। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মাত্র ২৩৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। আবার বাজিমাত স্পিনারদের। ৯ উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। জাড্ডুর শিকার ৫ উইকেট। এদিন রেকর্ডবুকে নাম তোলেন ভারতীয় অলরাউন্ডার। ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট সর্বোচ্চ উইকেটের এলিট তালিকায় প্রবেশ করেন। পাঁচ নম্বরে রয়েছেন জাদেজা। প্রথম সেশনে ৩ উইকেট হারায় কিউয়িরা।‌ কিন্তু দ্বিতীয় সেশনের শেষে এবং তৃতীয় সেশনের শুরুতে নিউজিল্যান্ডের মিডল অর্ডারে ধস নামান জাদেজা এবং ওয়াশিংটন। মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারায় কিউয়িরা।‌ ডেভন কনওয়ের উইকেট দিয়ে দিনের শুরুটা করেন আকাশ দীপ। তারপরই দখল নিয়ে নেন ওয়াশিংটন। পুনের পর মুম্বইতেও সফল। মধ্যাহ্নভোজের আগেই ফেরান টম লাথাম (২৮) এবং রচিন‌ রবীন্দ্রকে (৫)। বাকি কাজটা সারেন জাদেজা। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাথাম। সাধারণত প্রথম ঘণ্টায় ওয়াংখেড়ের পিচ থেকে সুবিধা পায় পেসাররা। কিন্তু যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের জোরে বোলাররা। যদিও শুরুতে কনওয়ের উইকেট তুলে নেন আকাশ দীপ। শুরুটা ভাল করলেও ২৮ রানে ফেরেন লাথাম। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করে উইল ইয়ং এবং ড্যারেল মিচেল। এই দু'জন ছাড়া নিউজিল্যান্ডের কোনও ব্যাটার রান পায়নি। বাকিরা ডাহা ব্যর্থ। ৭১ রান করে আউট হন ইয়াং। ৮২ রানে ফেরেন মিচেল। ২৩৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ব্যাট করতে নেমে আবার ব্যর্থ রোহিত শর্মা। ৩টি চার দিয়ে শুরু করলেও ১৮ রানে ফেরেন ভারত অধিনায়ক। ২৫ রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া।