আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুটা খুব একটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের জন্য। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় এলেও পরবর্তী দুটি ম্যাচে পরপর হারতে হয়েছে। প্রথমে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এবং নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয় সিএসকে-কে। পরপর হারের পর, চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন।
যে ঘটনার পর দলের ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। ধোনি এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সহ চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে ছয় রানের ব্যবধানে পরাজয়ের পর, রবীন্দ্র জাদেজা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি এমএস ধোনির সাথে মাঠে দাঁড়িয়ে আছেন।
ছবির সঙ্গে তিনি একটি ক্যাপশন দেন, ‘পরিবর্তন আসবে’। বর্তমানে, চেন্নাই সুপার কিংস আইপিএল লিগ পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবার ঘরের মাঠ চিপকে। জাদেজার এই রহস্যময় পোস্টের পর, সিএসকে ভক্তরা আশা করছেন, দ্রুত ফলাফল বদলাবে চেন্নাইয়ের। পরবর্তী ম্যাচে ফর্মে ফিরবেন ব্যাটাররাও।
