আজকাল ওয়েবডেস্ক:‌ অনবদ্য নজির গড়লেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ১১৫১ দিন তিনি শীর্ষে রয়েছেন। এত দীর্ঘ সময় ধরে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকার নজির আর কোনও ক্রিকেটারের নেই। যা গড়লেন রবীন্দ্র জাদেজা।


জাক কালিস, কপিল দেব, ইমরান খানের মতো কিংবদন্তিদের টপকে গিয়েছেন জাদেজা। প্রসঙ্গত, ২০২২ সালের ৯ মার্চ থেকে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ রয়েছেন জাদেজা। জেসন হোল্ডারকে টপকে শীর্ষস্থান দখল করেছিলেন জাদেজা। গত বছর ব্যাট ও বল হাতে দুরন্ত পারফর্ম করেছিলেন জাদেজা। এই বছরও তা ব্যতিক্রম নয়। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলেও জায়গা করে নিয়েছিলেন জাদেজা। 


২০২৪ সালে টেস্টে ৫২৭ রান করেছিলেন জাদেজা। উইকেট নিয়েছিলেন ৪৮টি। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন জাড্ডু। নিউজিল্যান্ড সিরিজ হারলেও বল হাতে সফল হয়েছিলেন জাদেজা। 


আর ২০২২ সালের মার্চ থেকে এখনও অবধি ২৩ টেস্টে জাদেজা করেছেন ১১৭৫ রান। তার মধ্যে তিনটি শতরানও রয়েছে। আছে পাঁচটি অর্ধশতরান। নিয়েছেন ৯১ উইকেট। তার মধ্যে ছয় বার ইনিংসে নিয়েছেন পাঁচ বা তার বেশি উইকেট। ইনিংসে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন দু’‌বার। 


এর আগে ২০১৭ সালেও টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন জাদেজা। কিন্তু সেবার মাত্র এক সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিলেন। এই মুহূর্তে জাদেজা ৪০০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন।