আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে একা দুর্গ রক্ষা করেন রবীন্দ্র জাদেজা। আপ্রাণ চেষ্টা করেন দলকে জেতানোর। কিন্তু অন্য প্রান্তে পার্টনারের অভাবে শেষপর্যন্ত পারেননি। সোশ্যাল মিডিয়ায় জাদেজার এই লড়াইকে বাহবা জানানো হয়। সবাই সহানুভূতি জানায়। কিন্তু ভারতীয় অলরাউন্ডারের ইনিংস নিয়ে প্রশ্ন তুলে দিলেন গ্রেগ চ্যাপেল। ১৯৩ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারানোর পর ১৮১ বলে ৬১ রান সঠিক পন্থা ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন হেড কোচ। তিনি মনে করেন, মেপে কিছুটা ঝুঁকি নেওয়া উচিত ছিল তাঁর। লর্ডস টেস্টের পঞ্চম দিনে অর্ধশতরান করেন জাদেজা। পরপর চারটে। কিন্তু সেটা কাজে লাগেনি। লর্ডসে হেরে সিরিজ ২-১ পিছিয়ে পড়ে ভারত। 

শনিবার নিজের কলমে চ্যাপেল লেখেন, 'লর্ডস টেস্টে শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেন জাদেজা। টেলএন্ডারদের নিয়ে বিশেষজ্ঞ ব্যাটাররা যা করে, সেটাই করেছেন। টেলকে বাঁচানোর চেষ্টা করেন। নিজে স্ট্রাইক নেন। বুদ্ধি দিয়ে খেলেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হয়, শৃঙ্খলাবদ্ধ ইনিংস। তবে এটা কি আদর্শ ছিল? সত্যি হল, বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে একমাত্র জাদেজা ছিল। ভারতকে জিততে হলে, ওকে অঙ্ক কষে ঝুঁকি নিতে হত। ওর কাজ বল ছেড়ে দেওয়া বা এক রান নেওয়া ছিল না। ওর কাজ ম্যাচ জেতানো ছিল। এটা ওকে ড্রেসিংরুম থেকে বলা উচিত ছিল। অধিনায়ক বলতে পারত। ওকে সরাসরি বলতে হত, তোমাকেই এটা করতে হবে। টেলের কাজ তোমার সঙ্গে উইকেটে টিকে থাকা। কিন্তু জয়ের জন্য তোমাকেই যেতে হবে।' 

প্রথমে যশপ্রীত বুমরার সঙ্গে ৩৫, পরে মহম্মদ সিরাজের সঙ্গে ২৩ রানের পার্টনারশিপ গড়েন। এই প্রসঙ্গে পুরোনো একটি উদাহরণ টেনে আনেন চ্যাপেল। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের ম্যাচে একই পরিস্থিতি ছিল। কিন্তু আগ্রাসী ক্রিকেটে ইংল্যান্ডকে জেতান বেন স্টোকস। চ্যাপেল বলেন, '২০১৯ সালে লিডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেন স্টোকস কিভাবে দলকে জেতায় দেখেছি। টেস্টের ৫০ বছরের অন্যতম সেরা ইনিংস খেলে। স্টোকস সেই ইনিংস খেলতে পেরেছিল কারণ, ইংল্যান্ড হারুক বা জিতুক, জানত দল এবং অধিনায়কের সমর্থন পাবেন। যেকোনো ভাল দলের মাইন্ডসেট এটাই হওয়া উচিত।' 

এদিকে বড় নজিরের সামনে জাদেজা।‌ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সকে ছুঁয়ে ফেলার হাতছানি রয়েছে ভারতীয় অলরাউন্ডারের সামনে। ইংল্যান্ডের মাটিতে ছয় নম্বর বা তারও পরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ভিজিটিং ব্যাটার হিসেবে ১০০০ রান পেরিয়ে যাবেন জাদেজা। ইংল্যান্ডে ৬ থেকে ১১ নম্বর ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান জাড্ডুর। ইংরেজদের ডেরায় ১৪ টেস্ট এবং ২৭ ইনিংসে তাঁর রান ৯৪২। গড় ৪০.৯৫। একটি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ রান ১০৪। আর মাত্র ৫৮ রান করলেই স্যার সোবার্সের এলিট ক্লাবে প্রবেশ করবেন। যা যেকোনো অলরাউন্ডার নিজের নামের পাশে চাইবে। ইংল্যান্ডে খেলা লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে সেরা সোবার্স। ১১ টেস্ট এবং ১৬ ইনিংসে তাঁর রান ১০৯৭। গড় ৮৪.৩৮।