আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের জুটিতে কুপোকাত নিউজিল্যান্ড। ২০৪ রানে ৬ উইকেট হারায় কিউয়িরা‌।‌ অর্ধশতরান করেন ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র। নয়তো আরও খারাপ হাল হত ব্ল্যাক ক্যাপসদের। দ্বিতীয় টেস্টে ভারতের তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত সফল। তিনটে করে উইকেট নেন অশ্বিন এবং ওয়াশিংটন। প্রথম টেস্টের দলে ছিলেন না ভারতীয় অলরাউন্ডার। কিন্তু পুনের পিচের কথা মাথায় রেখে তাঁকে বাকি দুই টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়। পুনেতে কুলদীপ যাদবের পরিবর্তে খেলানো হয় ওয়াশিংটনকে। গম্ভীর-রোহিতের এই স্ট্রাটেজি হিট। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে কিউয়িদের রান ছিল ৯২। দলকে বড় রানে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্রর কাঁধে। তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করে এই জুটি। কিন্তু সেট হওয়ার পরও ব্যক্তিগত বড় রান করতে ব্যর্থ দুই ব্যাটার। ১৪১ বলে ৭৬ রান করে আউট হন কনওয়ে। ইনিংসে ছিল ১১টি চার। ১০৫ বলে ৬৫ রান করেন রচিন। ইনিংসে ছিল ১টি ছয়, ৫টি চার। চা-পানের বিরতিতে ৫ উইকেট হারিয়ে কিউয়িদের রান ছিল ২০১। বিরতির পরই মিচেলকে ফিরিয়ে দেন ওয়াশিংটন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে নিজেদের মধ্যে উইকেট ভাগাভাগি করে দেয় দুই ভারতীয় স্পিনার।