আজকাল ওয়েবডেস্ক: জমে উঠেছে ওভাল টেস্ট। জয় ছিনিয়ে নিতে ইংল্যান্ডের দরকার আর ৩৫ রান। ভারতের দরকার চারটি উইকেট।
সিরিজের পাঁচটা টেস্ট, পাঁচটাই গড়াল পাঁচদিনে। আজ সোমবার যা হওয়ার প্রথম সেশনেই হবে, সেটা একপ্রকার নিশ্চিত। পঞ্চম দিনে অ্যাডভান্টেজ ইংল্যান্ড এ কথা বললেও অত্যুক্তি করা হবে না। ইংল্যান্ডকে এই পরিস্থিতিতে পৌঁছে দেওয়ার কারিগর জো রুট এবং হ্যারি ব্রুক। যখন আক্রমণ করার দরকার ছিল, তখন আক্রমণ। আবার যখন রক্ষণাত্মক নীতি অবলম্বন করার দরকার ছিল তখন ডিফেন্স করে ভারতের বোলারদের ক্লান্ত করে দেন ইংরেজ ব্যাটাররা।
এখানেই ভারতের স্ট্র্যাটেজিতে গলদ খুঁজে পেলেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে ভারতের কৌশলে গন্ডগোল ছিল। আরও আগে স্পিনারদের আক্রমণে আনা যেত। তাহলে ইংল্যান্ডের রানের গতি আটকে রাখা যেত। ম্যাচ নিয়ে সচেতনতা কম ভারতের, খুল্লমখুল্লা জানিয়ে দিলেন অশ্বিন।
সদ্য প্রাক্তন অফস্পিনার নিজের ইউটিউবে বলেন, ''এই সিরিজে দেখছি ম্যাচ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। স্পিনারদের আগেই আক্রমণে আনা যেত, তাহলে রানের গতি কমানো যেত। ম্যাচ রিডিং ভাল হলে এই ভুল আর করত না ভারত। এই কারণেই চলতি সিরিজে ইংল্যান্ড এগিয়ে আর ভারত পিছিয়ে। আমরা মাঠে তীক্ষ্ণতার পরিচয় দিতে পারিনি। এই ধরনের ভুল আজকের দিনে করলে মরতে হবে।''
আরও পড়ুন: লর্ডসের গ্যালারিতে 'যৌনতায়' মগ্ন ভারতীয় সমর্থক! অস্বস্তিকর মুহূর্ত ভাইরাল
১০৬ রানে ইংল্ তিন উইকেট পড়ার পর মনে হয়েছিল, আর কতক্ষণ? ওকস নেই, ইংল্যান্ড লাইন আপকে গুঁড়িয়ে দেবেন সিরাজরা। তাতে জল ঢেলে দিলেন ব্রুক(১১১) এবং রুট(১০৫)। অনবদ্য শতরান দুই ইংরেজ ব্যাটারের। প্রথম ২০টা বল ব্রুক নিজের মতো দেখে নিলেন। তারপর যে রূপ ধরলেন, থামলেন একেবারে আউট হওয়ার সময়। অন্যদিকে, জো রুট ধরে ধরে নিজের কাজটা করে গেলেন। ভাল বলে ডিফেন্স, মারার বলে দেখার মতো শট মেরে শতরান পূর্ণ করলেন নিজের। তবে আসল নাটক শুরু হল প্রসিদ্ধের বলে ব্রুক আউট হওয়ার পর। ছ’নম্বরে নামা জেকব বেথেলকে পাঁচ ওভার টানা দাঁড় করিয়ে স্টাম্প ছিটকে দিলেন কৃষ্ণ।
সেই সময় পরিসংখ্যান বলছে, বাজবল খেলা ইংল্যান্ডের শেষ পাঁচ ওভারে রান ৮, তাও আবার দুটি উইকেট হারিয়ে। তারই ফল হিসেবে ফের কিপার জুরেলের হাতে দিয়ে ফিরলেন রুটও। স্ক্রিনে দেখা গেল ক্রিস ওকস প্যাড আপ করে তৈরি। যদি দলের প্রয়োজন হয় তাহলে নামতে দেখা যাবে হয়তো তাঁকেও। আসল নাটক অপেক্ষা করে আছে সোমবার শেষ দিনের খেলায়। ভারত অধিনায়ক শুভমান গিল এখন ট্র্যাপিজের দড়ির উপরে হাঁটছেন।
গিলের সম্পর্কে অশ্বিন বলছেন, ''আমার মনে হয় শুভমান গিল ভাল অধিনায়ক হয়ে উঠবে। ভুল থেকে শিক্ষা নেবে ও। কখনও কখনও তোমার মনে হতে পারে প্রতিপক্ষ স্পিন ভাল খেলে। তাই তাকে দেরিতে আনলে। পরে যখন আনলে তখন স্পিনারেরও কিছু করার থাকে না। রক্ষণাত্মক নীতি ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা থাকে না।''
হ্যারি ব্রুকের ক্যাচ ১৯ রানে ছাড়েন মহম্মদ সিরাজ। জীবন ফিরে পেয়ে ব্রুক সেঞ্চুরি করেন। অশ্বিন মনে করেন ব্রুককে অন্যভাবে সামলাতে পারত ভারত।
অশ্বিনের মতে, হ্যারি ব্রুকের উপরে চাপ রাখার জন্য ওয়াশিংটন সুন্দরকে আগে আনা যেত। স্পিনারকে আগে এনে রানের গতি থামানো যেত। অন্য প্রান্ত থেকে পেসার বল করত। ওয়াশিংটন সুন্দরকে আরও আগে আনাই যেত। এই ধরনের ভুল ব্যবধান বাড়িয়ে তোলে। যদিও জানা নেই বার্তা কোথা থেকে এসেছে। ড্রেসিংরুমের ভিতরের কথা আমার জানা নেই। তবে আজকের যুগে এবং আজকের এই ধরনের ভুল এড়ানোই যায়।
