আজকাল ওয়েবডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওনের ছবি পোস্ট করে রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

অস্ট্রেলিয়া সফর চলাকালীন অবসর ঘোষণা করে ভারতীয় ক্যাম্প ছেড়ে চলে এসেছিলেন তিনি। 

সেই অশ্বিন সানি লিওনের ছবি পোস্ট করেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। 

রসবোধের পরিচয় দিয়ে অশ্বিন একটি ছবির কোলাজ তৈরি করেছেন। একদিকে সানি লিওন। অন্যদিকে চেন্নাইয়ের সাধু স্ট্রিট। 

প্রথমটায় ভক্তরা এমন পোস্টের প্রেক্ষিতে হকচকিয়ে গিয়েছিলেন। তাঁদের মনে প্রশ্ন ঘোরাফেরা করছিল, কেন এমন পোস্ট করতে গেলেন অশ্বিন? 

পরে ভিতরের অর্থ বুঝতে পারেন ভক্তরা। 

সানি সাধুর কথা মাথায় রেখে অশ্বিন এহেন পোস্টটি করেন। সানি লিওনের নামের প্রথম অংশ এবং সাধু স্ট্রিটের প্রথম অংশ মেলালে হয় সানি সাধু। এই ক্রিকেটারের কথা মাথায় রেখেই মজার পোস্ট করেন অশ্বিন। 

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সানি সাধুর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিরুদ্ধে সানি ৯ বলে ৩০ রানের ইনিংস খেলেন। তামিলনাড়ুর জয়ের পিছনে বড় ভূমিকা ছিল সানি সাধুর। সাই সুদর্শন ৫৫ বলে অপরাজিত ১০১ রান করেন। 

অনেকেই মনে করছেন, ২২ বছরের সানি সাধুকে উৎসাহ দেওয়ার জন্যই অশ্বিন এহেন পোস্ট করেন। 

আইপিএল ২০২৬-এর মিনি নিলামে রয়েছেন সানি সাধু।  নিলামে সানি সাধুকে নিয়ে যাতে ফ্র্যাঞ্জাইজিগুলো উৎসাহী হয়, সেই কারণেই অশ্বিন এমন পোস্ট করেন বলে মনে করেন অনেকে। তাঁর বেস প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা। নিলামে তাঁর দর আরও বাড়তেই পারে।