আজকাল ওয়েবডেস্ক: বাজবল স্ট্র্যাটেজি নিয়ে তোলপাড় ক্রিকেটবিশ্ব। ম্যাকালামের কোচিংয়ে এখনও পর্যন্ত ৩৮টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। দল জিতেছে ২৪টিতে। 

কিন্তু ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন ইংল্যান্ডের আসল সমস্যা বাজবলেই। 

এজবাস্টনে ভারতের কাছে ৩৩৬ রানে হেরেছে ইংল্যান্ড। অশ্বিন তীব্র সমালোচনা করছেন ম্যাকালামের। ভারতের প্রাক্তন তারকা বলছেন,  ''ইংল্যান্ডের কোনো ইগো নেই। তাদের প্রধান সমস্যাই বাজবল।''

অশ্বিনের সংযোজন, ''বাজবল আসলে ম্যাকালামের দেশ নিউজিল্যান্ডের খেলার ধরন এবং পিচ ও কন্ডিশনকে ইংল্যান্ডে এনে প্রয়োগ করার একটা চেষ্টা মাত্র। নিউজিল্যান্ডে টেস্টের প্রথমদিনের সকালে উইকেটে আর্দ্রতা থাকে। উইকেট ফেলার সুযোগ তখন সবথেকে বেশি। এরপরই পিচ হয়ে যায় পাটা। পঞ্চম দিনের শেষ সেশনে ব্যাটসম্যানদের কাছে পিচ হয়ে যায় সহজ সরল।'' 

হেডিংলিতে ভারত হেরে গিয়েছিল। এজবাস্টনে ভারত দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। ফিরে আসে ম্যাচে। সিরিজের ফলাফল এখন ১-১। লর্ডস  টেস্টের দুন্দুভি বেজে গিয়েছে। পাঁচ টেস্টের সিরিজ বেশ আকর্ষণীয় হতে চলেছে।