আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারতের প্রথম একাদশ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। শেষমেশ অবশ্য ম্যাচটা খুব সহজেই জিতে নেয় ভারত। তাই সেই বিতর্ক দাবানলের আকার নেয়নি। দলে না থেকেও বাঁ হাতি পেসার অর্শদীপ সিং শিরোনামে চলে আসেন। তাঁকে নিয়ে শুরু হয় চর্চা। তার একটাই কারণ। সেটা হল আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্শদীপকে বেঞ্চে বসিয়ে রেখে খেলতে নেমেছিল ভারত। পাঞ্জাবতনয়কে কেন বাইরে থাকতে হল? ক্রিকেটসম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, পাঞ্জাবতনয়কে প্রথম একাদশে চান না স্বয়ং গুরু গৌতমই।
ইংল্যান্ড সফরেও দলের সঙ্গে গিয়েছিলেন অর্শদীপ। কিন্তু তাঁকে একটি টেস্টেও নামানো হয়নি। সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়া কাপেও মাঠের বাইরে বসেই কাটাতে হবে বাঁ হাতি পেসারকে। সুযোগ তিনি আর পাবেন বলে মনে হচ্ছে না বিশেষজ্ঞদের। তারকা পেসারকে দলের বাইরে রাখা মেনে নিতে পারেননি প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তিনি বলেছেন, ''অর্শদীপকে বাদ দেওয়া হল এটা অবাক করার মতো ব্যাপার। তবে এটা নতুন কোনও ঘটনা নয়। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকে এমন ঘটনা ঘটছে। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি অর্শদীপ। দুবাইয়ের পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করেই হয়তো স্পিনারদের রাখা হয়েছে প্রথম একাদশে। যেবার কেকেআর আইপিএল খেতাব জিতল, সেবারও স্পিন অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করেছিল গম্ভীর।''
আরও পড়ুন: সুপার সিক্সের শুরুতে ধাক্কা, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করেও হার ইউনাইটেড কলকাতার...
সে না হয় ইতিহাসের কথা! কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সেরা উইকেটশিকারীর কথা ভুলে কীভাবে প্রথম একাদশ গড়া সম্ভব? ২০২২ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর থেকে অর্শদীপ ৬৩টি টি-টোয়েন্টি থেকে ৯৯টি উইকেট নেন। সেই তিনিই এশিয়া কাপের প্রথম ম্যাচে জায়গা পাননি। ভারতীয় ক্রিকেটে এখন এমন সব ঘটনা ঘটছে, যার উত্তর পাওয়া কঠিন। গম্ভীর জমানা নিয়ে তর্কবিতর্কের অন্ত নেই। জয় দলের ভিতরের অনেক দুর্বলতা ঢেকে দেয়। সেই কারণেই ভারতের দুর্বলতা বের হয়নি প্রথম ম্যাচে। কারণ ধারে ও ভারে আমিরশাহি ভারতের থেকে বহু যোজন পিছিয়ে। আর এখানেই আপত্তি অশ্বিনের।
প্রাক্তন তারকা অফস্পিনার জোরের সঙ্গে বলেছেন, ''দক্ষিণ আফ্রিকাকে এশিয়া কাপে নেওয়া যেতে পারে। এশিয়া কাপকে আফ্রো-এশিয়া কাপের রূপ দেওয়া যেতে পারে। আমার মতে ভারত-এ দলকে নিয়ে এই টুর্নামেন্ট করা উচিত।''
তাঁর সংযোজন, ''আমি আশা করব, অন্য কোনও দল যেন এই টুর্নামেন্ট জেতে। তাহলে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।'' ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। সেই ম্যাচে নিশ্চয় তুল্য মূল্য লড়াই হবে। দুই প্রতিবেশি দেশই ক্রিকেটের পাওয়ার হাউজ। কিন্তু বিশেষজ্ঞরা অন্য মেরুতে। তাঁদের মতে, পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তি। ভারতের সঙ্গে কোনও তুলনাই চলে না।
কিন্তু ভারত-পাক লড়াই কবে শক্তি দিয়ে বিচার হয়েছে? এশিয়া কাপের সেরা বক্স অফিস ১৪ তারিখের ম্যাচ। উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে দুবাইয়ের। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা সাফ জানিয়ে দিয়েছেন, ভারত–পাক ম্যাচে ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা থাকবেই। সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটতে পারে মাঠের মধ্যেও। রবিবার সেই মহারণ। বারুদে ঠাসা ম্যাচ কেবল অগ্নিসংযোগের অপেক্ষায়।
আরও পড়ুন: পাক ম্যাচের আগে সূর্যদের বার্তা দিলেন কপিল, কী বললেন তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক? ...
