আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি এক প্রতারককে প্রকাশ্যে এনেছেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা সেজে ভারতীয় ক্রিকেটারদের ফোন নম্বর সংগ্রহের চেষ্টা করছিলেন। বিশ্বজুড়ে ক্রিকেটারদের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
ক্রিকেট এমন এক খেলা যা কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আর সেই জনপ্রিয়তার সুযোগ নিয়েই মাঝে মধ্যেই কিছু মানুষ অদ্ভুত কাণ্ড ঘটান প্রিয় তারকাদের কাছাকাছি যেতে।
অশ্বিন, যিনি আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে বহু বছর ধরে খেলেছেন এবং বিশ্বের নানা দেশের ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, তিনি এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন আগেও। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট প্রকাশ্যে আনেন প্রাক্তন ভারতীয় স্পিনার।
সেখানে ওই ব্যক্তির সঙ্গে অশ্বিনের চ্যাট দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, ওই ব্যক্তি নিজেদে জাম্পা পরিচয় দিয়ে একাধিক ভারতীয় ক্রিকেটারের ফোন নম্বর চাইছেন। যার মধ্যে রয়েছেন অভিষেক শর্মা, জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসনের নামও।
বিষয়টি মজার ছলে সামলান অশ্বিন। এরপর তিনি জানতে চান আর কারোর ফোন নম্বর লাগবে কিনা? গোটা কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন— ‘Fake Adam Zampa tries to strike।’
তাঁর রসিক উত্তরে মুগ্ধ ভক্তরা প্রশংসা করেন অশ্বিনের বুদ্ধিমত্তার। জানা গিয়েছে, প্রতারক ওই ব্যক্তি অভিষেক শর্মা, জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন ছাড়াও জিতেশ শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং এবং শিভম দুবের ফোন নম্বর চাইছিল।
???????????????????????? pic.twitter.com/vPPSeqrvbz
— Ashwin ???????? (@ashwinravi99)Tweet by @ashwinravi99
অশ্বিনও খেলার ছলে জানান, তিনি নম্বর পাঠাচ্ছেন। এরপর অশ্বিন ওই ব্যক্তির কাছে জানতে চান প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নম্বর আছে কি না। অশ্বিন বলেন, ‘তুমি যদি ওর নম্বর দাও, আমি বদলে তোমাকে একটা দিই!’
অশ্বিন জানিয়েছেন, এটাই প্রথমবার নয় যে তিনি এমন অনলাইন প্রতারণার শিকার হলেন। এর আগেও কেউ একজন তাঁর চেন্নাই সুপার কিংস সতীর্থ ডেভন কনওয়ে সেজে যোগাযোগ করেছিল। সেই সময়ে তাঁর কাছে মেসেজ আসে, ‘Hi buddy, how are you?’
অশ্বিন বলেন, ‘আমি ভেবেছিলাম ও সত্যি কনওয়ে, তাই উত্তরও দিয়েছিলাম— ‘তুমি এমএলসিতে খেলছ, আমি খেলা দেখব।’ কিছুক্ষণ পর ও (ভুয়ো কনওয়ে) বিরাট কোহলির ফোন নম্বর চাইল, তখনই বুঝলাম গণ্ডগোল আছে।’ এই মজার কিন্তু সতর্কতামূলক ঘটনার মাধ্যমে অশ্বিন মনে করিয়ে দেন, ডিজিটাল যুগে পরিচিত নামের আড়ালে থাকা প্রতারকদের থেকে সাবধান থাকা কতটা জরুরি।
আরও পড়ুন: ৫৪ বছর পর খোলা হল মথুরার বাঁকে বিহারি মন্দিরের রত্নভাণ্ডার, কী কী খুঁজে পাওয়া গেল সেখানে
