আজকাল ওয়েবডেস্ক: গ্রুপের একনম্বর দল হিসেবে শেষ চারে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারায় রোহিতরা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল। গ্রুপের শেষ ম্যাচে দলে একটি পরিবর্তন হয়। হর্ষিত রানার বদলে বরুণ চক্রবর্তীকে খেলানো হয়। নেমেই বাজিমাত করেন কেকেআরের রহস্য স্পিনার। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, একই দল ধরে রাখা উচিত। তিনি জানান, দুবাইয়ের একই উইকেটে বেশ কয়েকটা ম্যাচ হওয়ায়, পিচ থেকে সুবিধা পাবে স্পিনাররা। রবি শাস্ত্রী বলেন, 'এই পিচে বেশ কয়েকটা ম্যাচ হয়ে গিয়েছে। প্লেয়াররা পিচে ঢুকে পড়েছিল। যেখানে একদিন পরে খেলা হওয়ার কথা। তাই উইকেট থেকে স্পিনাররা সুবিধা পাবে।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারজন স্পিনার নিয়ে খেলে টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব আগে থেকেই ছিলেন। রবিবার চতুর্থ স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বরুণ চক্রবর্তীকে। তাতেই হিট। স্পিনাররা ৩৭.৩ ওভার বল করে। দশের মধ্যে ৯ উইকেট স্পিনারদের। তারমধ্যে পাঁচ উইকেট বরুণের। ২৫০ রান তাড়া করতে নেমে লক্ষ্যে পৌঁছতে পারেনি নিউজিল্যান্ড। অজিদের বিরুদ্ধে সেমিফাইনালে একই স্ট্র্যাটেজি চান রোহিত-বিরাটদের প্রাক্তন কোচ। তিনি মনে করেন, বিগ সেমিফাইনালে প্রথমে ব্যাট করলে ২৪০-২৫০ রানই যথেষ্ট। শাস্ত্রী বলেন, 'প্রথমে ব্যাট করলে, ২৪০-২৫০ রানের কাছাকাছি তুলতে হবে। সেমিফাইনালের মতো বড় ম্যাচে এই রান তোলা সহজ হবে না।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডার ব্যর্থ হয়। মিডল অর্ডারের হাত ধরে ভদ্রস্থ রানে পৌঁছয় ভারত। শাস্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিলে চলবে না। স্কোরবোর্ডে চাপ রাখতে হবে।
