আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিতের জায়গায় টেস্টে অধিনায়ক কে হবেন?‌ জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন শুভমান গিলের নাম। আবার কেউ কেউ বুমরার কথাও বলছেন। কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী চান তরুণ কাউকে। যেমন গিল বা পন্থের মধ্যে কাউকে অধিনায়ক চাইছেন তিনি। কিন্তু চাইছেন না বুমরাকে। কেন?‌ শাস্ত্রীর কথায়, ‘‌অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্সের পর বুমরা অটোমেটিক চয়েস। কিন্তু আমি বলব বুমরাকে অধিনায়ক করলে বোলার বুমরাকে হারাতে হবে।’‌ 


বর্ডার গাভাসকার ট্রফিতে অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য সিডনিতে চোট পেয়ে গিয়েছিলেন বুমরা। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শাস্ত্রীর কথায়, ‘‌বুমরাকে ইংল্যান্ড সিরিজে খুব সাবধানে ব্যবহার করতে হবে। বড় চোট থেকে ফিরে এসেছে ও।’‌ এরপরই তাঁর সংযোজন, ‘‌এখন আইপিএল খেলছে। সেখানে মাত্র চার ওভার বল করতে হয়। কিন্তু টেস্টে অন্তত ১০ থেকে ১৫ ওভার করতে হবে। তার উপর অধিনায়ক করা হলে চাপ আরও বাড়বে।’‌ 


এরপরই শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘‌তার চেয়ে শুভমানকে দায়িত্ব দেওয়া যেতে পারে। বয়স কম। তাছাড়া ঋষভও রয়েছে। এই দু’‌জনের মধ্যেই কাউকে অধিনায়ক করা হোক। কারণ বয়স কম। আরও অনেকদিন এই দু’‌জন খেলবে।’‌ 


প্রসঙ্গত, গিল ও পন্থ দু’‌জনেই আইপিএলে নিজের নিজের ফ্রাঞ্চাইজি দলের অধিনায়ক। তাছাড়া টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের ভূমিকাও পালন করেছেন গিল। তাই শাস্ত্রী চান গিল বা পন্থের মধ্যে কাউকে অধিনায়ক বাছা হোক।