আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগে আম্পায়ারের সঙ্গে তর্ক করে খবরে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি তাঁর দল তিনবার রান আউট করার সুযোগ হাতছাড়া করে শিরোনামে এসেছে।
এবার আরও ভয়ঙ্কর অভিযোগ রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তাঁর দল ডিন্ডিগুল ড্রাগন্সের বিরুদ্ধে বড় সড় অভিযোগ আনা হয়েছে।
ম্যাচটা হয়েছিল ডিন্ডিগুল ড্রাগন্স ও মাদুরাই প্যান্থার্সের। সেই ম্যাচের পরে মাদুরাই প্যান্থার্স অভিযোগ করে, অশ্বিন ও তাঁর দল বল বিকৃত করেছে ম্যাচ চলাকালীন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগকে লিখিত চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছে মাদুরাই প্যান্থার্স।
তোয়ালের মধ্যে রাসায়নিক মিশিয়ে বল বিকৃত করেছে ডিন্ডিগুল। মাদুরাই প্যান্থার্স জানিয়েছে, বারংবার সতর্ক করার পরেও বল বিকৃত করা বন্ধ করেনি ডিন্ডিগুল
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের সিইও প্রসন্ন কান্নন অবশ্য এই ধরনের অভিযোগকে নস্যাৎ করেন। নিজেদের অভিযোগের স্বপক্ষে যথোপযুক্ত প্রমাণ দিতে হবে মাদুরাইকে।
