আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের হলটা কী? আগে তাঁকে দেখে ব্যাটসম্যানের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যেত। আর এখন তাঁকে বলে বলে পেটাচ্ছেন ব্যাটাররাআইপিএলেও রশিদ খানকে মার হজম করতে হয়েছিল। ৩৩টি ছক্কা হজম করতে হয়েছিল

 এত ছক্কা কাউকে মারেননি ব্যাটাররা। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ রশিদ খানকে এমন মারা হল যে নতুন এক রেকর্ডই গড়ে ফেললেন তিনি। তাহলে কি রশিদ খানের বল বুঝতে পেরে গিয়েছেন ব্যাটাররা? তাঁকে খেলতে সুবিধা হচ্ছে ব্যাটসম্যানদের?

বার্মিংহামে বার্মিংহ্যাম ফিনিক্সের বিপুদ্ধে ৪ ওভারে ৫৯ রান দিয়েছেন ওভাল ইনভিন্সিবলসের রশিদ। ৫ বলে ওভার। অর্থাৎ ২০ ওভারে ১০০ বল। তাই নাম দ্য হান্ড্রেডঅর্থাৎ ২০ বলে রশিদ খান দেন ৫৯ রান। আফগান বোলারের আগে চার ওভারে ৫৩ রান দিয়ে রেকর্ড বইয়ের পাতায় নাম তুলেছিলেন নামিবিয়ার ডেভিড ভিসার। রশিদ তাঁকে সরিয়ে নিজের নাম বসালেন শীর্ষস্থানে

আরও পড়ুন: 'আমাদের সেনারা বাড়ি ফেরে না, আর আমরা ক্রিকেট খেলতে চলে যাই', ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক ভাজ্জি

দলের কোনও বোলার যদি এমন বেধরক মার খান তাহলে কীভাবে দল জেতে! আফগান তারকার ফ্র্যাঞ্চাইজি ওভাল ভিন্সিবলস ম্য়াচটা হেরে যায়। ১৮১ রান তাড়া করছিল বার্মিংহ্যাম। শেষ ২৫ বলে দরকার ছিল ৬১ রান। রশিদ খান তখন বল করতে আসেন। তাঁর ওভারে ২৬ রান নেন লিয়াম লিভিংস্টোন। ৩টি ছয় ও ২টি চারে ওঠে ২৬ রান। এরপর ম্যাচ চলে যায় বার্মিংহ্যামের সাজঘরে। ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বার্মিংহ্যামরশিদের ২০ বলে ১০টি চার মারেন ব্যাটাররা। এর সঙ্গে রয়েছে ছক্কা।

২৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন লিভিংস্টোন। কিন্তু রশিদ খানকে এরকম মারলেন কীভাবে? লিভিংস্টোনের সাফ জবাব, ''আমি অতীতেও রশিদ খানের বিরুদ্ধে খেলেছি। তাই ওর বিরুদ্ধে ব্যাট করার আগে আত্মবিশ্বাসী ছিলাম।'

আইপিএলে ৩৩টি ছক্কা হজম করতে হয়েছিল রশিদকে। ১৫টি ম্যাচ থেকে রশিদের ঝুলিতে এসেছিল ৯টি উইকেট। যে রশিদ খান যে কোনও অধিনায়কের তুরুপের তাস, সেই রশিদ খানই আসল সময়ে পথভ্রষ্ট হচ্ছেন। মার খাচ্ছেন ব্যাটসম্যানদের হাতে। তবে কি রশিদ-অধ্যায় শেষ হচ্ছে টি-টোয়েন্টির দুনিয়ায়? ঘটনা হল ২০২৩ বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচার করান রশিদ। এরপর থেকেই বল হাতে ফর্মহীন তিনি। অস্ত্রোপচারের পরে তড়িঘড়ি করে মাঠে ফেরাটাই ছিল ভুল। রশিদ খান এ কথা স্বীকার করে নেন। সেই কারণেই কি তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না? রশিদ খান কিন্তু নিজেকে নিয়ে প্রশ্ন তৈরি করে দিলেন। 

?ref_src=twsrc%5Etfw">August 12, 2025

আরও পড়ুন: দু'বছরের চুক্তি, কলকাতা নয়, বেঙ্গালুরুতে শিবির শুরু করবেন খালিদ