আজকাল ওয়েবডেস্ক: 'রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। আমরা ওদের কেন এত গুরুত্ব দিই?' এশিয়া কাপে ভারত-পাকিস্তান প্রসঙ্গ উঠতেই কোনও রাখঢাক না করে এই জবাব দিলেন হরভজন সিং। স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত। সদ্য কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অঙ্গ ছিলেন ভাজ্জি। যেখানে গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলতে চায়নি ভারতের ক্রিকেটাররা। সেই দলে ছিলেন শিখর ধাওয়ান, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠান। পহেলগাঁওয়ে জঙ্গিহানার ফলস্বরূপ এমন প্রতিক্রিয়া দেখান ভারতের কিংবদন্তিরা‌। হরভজনের কাছে, দেশ সবার আগে। তিনি মনে করেন, সূর্যকুমার যাদবদেরও উচিত পাকিস্তানের বিরুদ্ধে না খেলা। 

ভাজ্জি বলেন, 'ওদের বোঝা উচিত কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা নয়। এটা বুঝলেই সমস্যা মিটে যায়। যে সৈন্য বর্ডারে দাঁড়িয়ে আছে, যার পরিবার তাঁকে দেখতে পায় না, যে অনেকসময় দেশের জন্য প্রাণ বলিদান দেয়, বাড়ি ফেরে না, ওদের আত্মত্যাগ আমাদের কাছে বড়। তার তুলনায় এটা খুবই তুচ্ছ জিনিস। ওদের কথা ভেবে আমরা একটা ক্রিকেট ম্যাচ বয়কট করতে পারব না? আমাদের সরকার জানিয়েছে, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। ওরা বর্ডারে লড়ছে, দুই দেশের মধ্যে রাজনৈতিক টেনশন চলছে, আর আমরা পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলছি। এটা হতে পারে না। এত বড় সমস্যার সামনে ক্রিকেট তুচ্ছ বিষয়। দেশ সবার আগে।' 

ক্রিকেটে পাকিস্তানকে কেন এত গুরুত্ব দেওয়া হবে, সেই নিয়ে প্রশ্ন তোলেন ভাজ্জি। দাবি করেন, সংবাদমাধ্যমের উচিত তাঁদের নিয়ে মাতামাতি বন্ধ করা। প্রাক্তন তারকা স্পিনার মনে করেন, তাঁদের সকলের পরিচয় দেশের জন্য। তাই দেশের থেকে কেউ বড় নয়। ভাজ্জি বলেন, 'আমাদের পরিচয় দেশের জন্য। তুমি প্লেয়ার হও, অভিনেতা হও বা অন্য কিছু। কেউ দেশের থেকে বড় নয়। দেশ সবার আগে। আমাদের নিজেদের ডিউটি করে যেতে হবে। সেই তুলনায় একটা ক্রিকেট ম্যাচ বয়কট কিছুই না। বর্ডারে আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে। আমাদের এবং দেশকে নিরাপত্তা দিচ্ছে। ওদের সাহসটা ভাবুন। ওরা বাড়িতে না ফিরলে পরিবারের ওপর দিয়ে কী যায় একবার ভাবুন। আর আমরা ক্রিকেট খেলছি! আমরা পাকিস্তানকে এত গুরুত্ব কেন দিই? ওরা কি এতটাই গুরুত্বপূর্ণ? সব নিউজ চ্যানেলে ওদের দেখানোর কী দরকার? ওদের যদি বয়কট করা হয়, তাহলে দেখানোর কোনও প্রয়োজন নেই। এটা বন্ধ করার কর্তব্য মিডিয়ারও।' ভাজ্জি মনে করেন, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোও উচিত নয় ভারতীয়দের। এশিয়া কাপে গ্রুপ এ তে রয়েছে ভারত। গ্রুপের বাকি দল ওমান, সংযুক্ত আরব আমিরশাহি এবং পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ।