আজকাল ওয়েবডেস্ক: উগা ওপারার মতো ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বলেছিলেন, সাফল্য পেতে হলে দলে আফ্রিকান ফুটবলার দরকার। 

ওপারার কথামতোই লাল-হলুদ এবার আনল আফ্রিকান ফুটবলার। ক্যামেরুনের আক্রমণাত্মক ফুটবলার রাফায়েল এরিক মেসি বাউলি সই করেছেন লাল-হলুদে।  

শনিবার ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ চেন্নাইয়িনের বিরুদ্ধে। সেই ম্যাচে অবশ্য আফ্রিকান মেসিকে পাওয়া যাবে না। 

ইতিমধ্যেই ময়দানে চর্চা শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলকে রক্ষা করতে আসছেন আফ্রিকার মেসি। 

রাফায়েল এরিক মেসি বাউলির ভারতীয় ফুটবল সম্পর্কে ধারণা রয়েছে। কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। ১৭টি ম্যাচে ৮টি গোল রয়েছে তাঁর। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগেও খেলেছেন ক্যামেরুনের এই ফুটবলার। 

হিজাজি মাহের চোটের জন্য ছিটকে গিয়েছেন বাকি মরশুম থেকে। হিজাজির পরিবর্ত হিসেবেই আসছেন ক্যামেরুনের মেসি। অনুশীলনে হাঁটুতে মারাত্মক  চোট পেয়েছিলেন হিজাজি। সেই চোটই ছিটকে দিল জর্ডন জাতীয় দলের ফুটবলারকে। রাফায়েল মেসি কী করেন, সেটাই এখন দেখার।