আজকাল ওয়েবডেস্ক: সবাইকে অবাক করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন ভূমিকা হাতে পেয়েই বিরাট কোহলির গুণগান গাইতে শুরু করলেন আরসিবির নেতা। জানিয়ে দিলেন, কীভাবে নেতৃত্ব দিতে হয় সেটা তারকা ক্রিকেটারের থেকে শিখতে চান। তাঁর মহজাস্ত্রে ঢুকতে চান। জানতে চান কীভাবে কোহলি সমসময় প্লেয়ারদের পাশে থাকেন। এবার মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হয় ফাফ ডু'প্লেসিকে। তারপর থেকে আবার কোহলির অধিনায়ক হওয়ার জল্পনা শুরু হয়। কিন্তু বিরাট রাজি না হওয়ায়, সেই দায়িত্ব বর্তায় রজতের ওপর। কিন্তু পতিদার জানিয়ে দিলেন, কোহলির পদাঙ্ক অনুসরণ করেই এগোতে চান। পতিদার বলেন, 'আমি সেরকম প্রকাশ করি না, তবে ম্যাচের পরিস্থিতির বিষয়ে অবগত। তাই আমার মনে হয়, প্লেয়ারদের মোটিভেট করা এবং পাশে থাকা আমার কর্তব্য। এমন একটা পরিবেশ দিতে চাই যাতে ওরা আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি ফুরফুরে মেজাজে থাকে।'
কাজটা সহজ হবে না তরুণ ক্রিকেটারের জন্য। তাঁর ড্রেসিংরুমে থাকবে বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে খেলবেন। তাতে ঘাবড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছেই। তবে তেমন মনে করেন না আরসিবির নতুন অধিনায়ক। বরং, মনে করছেন, অভিজ্ঞ ড্রেসিংরুম তাঁর নেতৃত্বে সাহায্য করবে। পতিদার বলেন, 'আমাদের দলে একাধিক নেতা আছে। ওদের অভিজ্ঞতা এবং উপলব্ধি আমার অধিনায়কত্বে সাহায্য করবে। নেতা এবং একজন ক্রিকেটার হিসেবে এগিয়ে যেতেও সাহায্য করবে। ক্রিকেটের অন্যতম সেরার থেকে শেখার সুযোগ পাব। ওর চিন্তাধারা এবং অভিজ্ঞতা আমাকে নেতৃত্ব দিতে সাহায্য করবে। ওর সঙ্গে একাধিক ব্যাটিং পার্টনারশিপ আছে আমার। আমি ওকে খুব ভালভাবে চিনি। ব্যাট হাতে আরও পার্টনারশিপের অপেক্ষায়।' রজত পতিদার জানান, নতুন মরশুমের শুরু থেকেই নেতৃত্ব দেওয়া নিয়ে তাঁর সঙ্গে কথা বলে আরসিবি ম্যানেজমেন্ট। কিন্তু প্রথমে রাজ্য দল মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করতে চেয়েছিলেন তিনি। গতবছর সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারেতে নেতৃত্ব দেন তিনি। কিছুটা সরগর হওয়ার পর আরসিবির অধিনায়ক হওয়ার দায়িত্ব নিতে রাজি হন।
