আজকাল ওয়েবডেস্ক: নিত্যিদিনই খবরের শিরোনামে সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের কাছে আবেদন করেছেন তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। বেশিরভাগ প্রতিবেদনে লেখা হচ্ছে চেন্নাই সুপার কিংস তাঁকে পাওয়ার জন্য চেষ্টা করবে।
ব্যাপারটা এরকম হবে, রাজস্থান রয়্যালস ছেড়ে দেবে তাদের অধিনায়ক সঞ্জু স্যামসনকে। তার পরিবর্তে সিএসকে শিবির থেকে দু'জন খেলোয়াড়কে চাইবে তারা।
অনেকেই মনে করছেন একজন হলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিও সিএসকের কাছে আবেদন করেছেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাজস্থান রয়্যালস সিএসকে-র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজাকে দলে নিতে চায়। তার পরিবর্তে রাজস্থান ছেড়ে দেবে সঞ্জু স্যামসনকে।
আরও পড়ুন: ধ্যানচাঁদের ছেলের থেকে পদক ভাড়া নেন, প্রয়াত অলিম্পিয়ানের অজানা কাহিনি শোনালেন অশোক কুমার
দুই তারকাই সিএসকে-র সম্পদ। কেউ কেউ আবার শিবম দুবের কথা বলছেন। কিন্তু সিএসকে তাঁকে ছাড়তে চাইছে না। আইপিএল ২০২৬-এর আগে কোনও খেলোয়াড়কেই ছাড়তে রাজি নয় সিএসকে। তবে রাজস্থানের থেকে সঞ্জুকে বের করে আনতে হলে সিএসকে-কে কিছু একটা উপায় বের করতে হবে।
রিয়ান পরাগের জন্যই রাজস্থান রয়্যালস ছাড়তে চান সঞ্জু স্যামসন? এটা ঘটনা আগামী মরসুমের আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। তাঁর এই সিদ্ধান্তের কারণ কি সতীর্থ রিয়ান পরাগ? এমনটাই ইঙ্গিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মন্যম বদ্রীনাথ।
নিজের ইউটিউব চ্যানেলে সঞ্জুর রাজস্থান ছাড়ার বিষয় নিয়ে বদ্রীনাথ বলেছেন, ‘আমার মনে হচ্ছে এর কারণ রিয়ান পরাগ। রাজস্থান ওকে অধিনায়ক করতে চাইছে। যদি পরাগকেই অধিনায়কের জন্য ভাবা হয় তা হলে সঞ্জু ওখানে কেন থাকবে? সে ক্ষেত্রে ও ঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
২০১৩ সালে রাজস্থান কিনেছিল সঞ্জুকে। তার পর থেকে ধীরে ধীরে সেই দলে নিজের জায়গা পাকা করেছেন তিনি। দু’বছরের নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে রাজস্থান আবার আইপিএলে ফেরে। সঞ্জুও ফেরেন সেই দলে। ২০২১ সালে সঞ্জুকে অধিনায়ক করে রাজস্থান। ২০২২ সালে রাজস্থানকে ফাইনালে তোলেন সঞ্জু। গুজরাট টাইটান্সের কাছে হারতে হয় রাজস্থানকে।
বে গত দু’বছরে রাজস্থানের জার্সিতে নজর কেড়েছেন পরাগ। দলের সহ–অধিনায়ক হয়েছেন তিনি। গত বার আইপিএলের প্রথম তিনটে ম্যাচে সঞ্জু ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করেছিলেন। সেই তিনটে ম্যাচে অধিনায়ক ছিলেন পরাগ। পরে আঙুলের চোটে সঞ্জু বাদ পড়লে আবার পরাগই অধিনায়কত্ব করেন। গত মরসুমে রাজস্থানকে আটটা ম্যাচে নেতৃত্ব দিলেও মাত্র দুটো জেতাতে পেরেছেন পরাগ। তার পরেও জল্পনা যে পরাগকে ভবিষ্যতের অধিনায়ক ভাবা হচ্ছে। তবে ব্যাট হাতে বেশ রান পেয়েছিলেন পরাগ। সেই কারণেই কি সঞ্জুর সঙ্গে দূরত্ব বাড়ছে রাজস্থান ফ্রাঞ্চাইজির? বদ্রীনাথ অন্তত এমনটাই মনে করছেন।
