আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাও ভেস্তে গেল। শনিবারও কানপুরে একটানা বৃষ্টি। খেলা শুরু করাই গেল না। আগাগোড়াই মাঠ ঢাকা রইল। চা-পানের বিরতির আগেই জানিয়ে দেওয়ায় হয়, খেলা শুরু করা সম্ভব নয়। যদিও তার অনেক আগেই হোটেলে ফিরে যান ভারত, বাংলাদেশের ক্রিকেটাররা। মধ্যাহ্নভোজের সময়ই একটা আভাস পাওয়া গিয়েছিল। তখনই রোহিত, শাকিবরা হোটেলে ফিরে যান। তারপর আর স্টেডিয়ামেই আসেনি দুই দলের ক্রিকেটাররা। শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। দুই দলের ক্রিকেটাররা সজঘরেই ছিলেন। দীর্ঘক্ষণ বৃষ্টি থামার অপেক্ষা করে শেষপর্যন্ত হোটেলে ফিরে যায় দুই দল। চায়ের বিরতির আগে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

শনিবার ৮০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। আগেই জানানো হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির জন্য দ্বিতীয় টেস্ট একঘন্টা দেরিতে শুরু হয়। মাঠ ভেজা ছিল। খেলা শুরু হলেও মাত্র ৩৫ ওভার হয়। বৃষ্টি এবং খারাপ আলোর জন্য খেলা তাড়াতাড়ি বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। রবিবারও খেলা হবে কিনা সন্দেহ আছে। কানপুর টেস্টের তৃতীয় দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেটা প্রথম দু'দিনের তুলনায় কম। আকাশ মেঘলা থাকবে। বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। সুতরাং রবিবারও খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে আশা করা যায় শেষ দু'দিন খেলা হবে। সোমবার এবং মঙ্গলবার কানপুরে বৃষ্টির পূর্বাভাস নেই।