আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা। শনিবার একনাগাড়ে বৃষ্টি হওয়ায় খেলা শুরুই করা যায়নি। মধ্যাহ্নভোজের আগে একটি বলও হয়নি। হোটেলের উদ্দেশে রওনা দেন ভারত, বাংলাদেশের ক্রিকেটাররা। গোটা মাঠ কভারে ঢাকা। পরিস্থিতি যা তাতে শনিবার খেলা শুরু হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। এদিন সকালে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল। কিন্তু কভার সরানোর আগেই ফের বৃষ্টি নামে। তবে লাঞ্চের ঠিক আগে বৃষ্টি থেমে যায়। সুপার সপার চালানো শুরুও হয়েছিল। কিন্তু ফের হালকা বৃষ্টি শুরু হয়। ১২.১০ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করা হয়। বৃষ্টি থামলেও এখনও খেলা শুরু করার মতো জায়গায় নেই। কভারও সরানো হয়নি।
বৃষ্টি এবং খারাপ আলোর জন্য প্রথম দিনের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ক্রিজে অপরাজিত ছিলেন মোমিনুল হক (৪০) এবং মুশফিকুর রহিম (৬)। দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ছিল ১০৭। জোড়া উইকেট নেন আকাশ দীপ। অন্য উইকেটটি রবিচন্দ্রন অশ্বিনের। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ২-০ তে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য জায়গা আরও মজবুত করার লক্ষ্যে নিয়ে নেমেছে ভারতীয় দল। কিন্তু তাতে বাধা সাধছে বৃষ্টি।
