আজকাল ওয়েবডেস্ক:‌ এক সপ্তাহের বিরতির পর শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নাইটরা খেলবে আরসিবির বিরুদ্ধে। প্লে অফে যাওয়ার যেটুকু বা সম্ভাবনা আছে, তা নাইটদের শেষ হয়ে যাবে হারলেই। জিতলে অঙ্কের বিচারে সামান্য সুযোগ হয়ত থাকবে। এই পরিস্থিতিতে কেমন থাকবে বেঙ্গালুরুর আবহাওয়া?‌


আবহাওয়া দপ্তর বলছে, শনিবারের ম্যাচ পণ্ড করতে পারে বৃষ্টি। যদিও চিন্নাস্বামীর ড্রেনেজ ব্যবস্থা উন্নতমানের। বৃষ্টি থেমে গেলে খেলা শুরু করতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু না থামলে?‌ জানা গেছে, শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। যা বিকেলে ৭০ শতাংশ, সন্ধেয় ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। বিকেল ও সন্ধের দিকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ১০০ শতাংশ।


ম্যাচ যেহেতু সন্ধেয়, তাই বৃষ্টি থাবা বসাতে পারে।


১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আরসিবি আছে দুইয়ে। আর ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কলকাতা ছয়ে। তাই কলকাতার কাছে এই ম্যাচ জেতা খুব জরুরি। 
কিন্তু বৃষ্টি বাধ সাধলে আখেরে ক্ষতি নাইট রাইডার্সের। তার উপর এই ম্যাচের রয়েছে আলাদা তাৎপর্য। টেস্ট থেকে অবসর ঘোষণার পর ফের মাঠে নামছেন বিরাট।