আজকাল ওয়েবডেস্ক: অবিক্রিত জুনিয়র দ্রাবিড়। মহারাজা ট্রফির চতুর্থ সংস্করণে কোনও ফ্র্যাঞ্চাইজি সমিত দ্রাবিড়কে কিনল না। কর্নাটকের টি-২০ টুর্নামেন্টের নিলামে সবচেয়ে বেশি দর উঠল দেবদত্ত পাড়িক্কলের। ১৩.২০ লক্ষ দিয়ে তাঁকে কেনে হুবলি টাইগার্স। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন অভিনব মনোহর এবং মণীশ পাণ্ডে। ১২.২০ লক্ষতে যথাক্রমে তাঁদের কেনে হুবলি টাইগার্স এবং মাইসুরু ওয়ারিয়র্স। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি দরে বিক্রি হন বিদ্যাথ কাভেরাপ্পা। ১০.৮০ লক্ষতে তাঁকে কেনে শিবামগ্গা লায়ন্স। ৮.৩০ লক্ষতে স্ট্রাইক বোলার বিদ্যাধর পাতিলকে কেনে বেঙ্গালুরু ব্লাস্টার্স।
রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় সি ক্যাটাগরিতে ছিলেন। জুনিয়র রাজ্য প্লেয়ারদের তালিকায় ছিলেন। কিন্তু সোল্ড প্লেয়ারদের তালিকায় জুনিয়র দ্রাবিড় ছিলেন না। দ্রাবিড়ের ছেলে পেস বোলিং অলরাউন্ডার। আগের বছর বেঙ্গালুরুতে কেএসসিএ মহারাজা টি-২০ ট্রফিতে মাইসোর ওয়ারিয়র্সের হয়ে খেলেন। যদিও এই টুর্নামেন্টে নজর কাড়তে পারেননি সমিত। ৭ ইনিংসে ৮২ রান করেন। সর্বোচ্চ ৩৩। টুর্নামেন্টে খুব বেশি বল করতেও দেখা যায়নি। তবে বছরের শুরুতে কোচবিহার ট্রফিতে সাফল্য পান দ্রাবিড় পুত্র। কর্নাটকের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ৮ ম্যাচে ৩৬২ রান করেন ১৮ বছরের ক্রিকেটার। তারমধ্যে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সর্বোচ্চ ৯৮ রান করেন। বল হাতেও সফল হন। ৮ ম্যাচে ১৬ উইকেট তুলে নেন। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধেও জোড়া উইকেট পান। মূলত কোচবিহার ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে ডাক পান দ্রাবিড় পুত্র। বাবার পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলে দ্রাবিড়ের ছেলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে ডাক পান সমিত দ্রাবিড়। একদিনের সিরিজ এবং চার দিনের সিরিজের দলে সুযোগ পেয়েছিলেন দ্রাবিড় পুত্র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুদুচেরি এবং চেন্নাইয়ে তিনটে ৫০ ওভারের ম্যাচ এবং দুটো চারদিনের ম্যাচ খেলে ভারতের জুনিয়র দল। কিন্তু ঘরোয়া টি-২০ লিগে এবার ব্রাত্য দ্রাবিড় পুত্র।
