আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। অন্যান্য বারের তুলনায় এবার শ্রীলঙ্কা সফর অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ একটাই, এই সিরিজ থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু হচ্ছে গম্ভীর জমানা। সূর্যকুমার যাদব নতুন অধিনায়ক হচ্ছেন টি-টোয়েন্টি ফর্ম্যাটের। আর টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড়সড় এক সারপ্রাইজ পেলেন ভারতের নতুন কোচ। শনিবার বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
সেখানে দেখা গিয়েছে, নিজের পূর্বসূরী রাহুল দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলছেন জিজি। জাতীয় দলের কোচ থাকাকালীন যা যা শিখেছিলেন দ্রাবিড়, দলকে যা যা শিখিয়েছিলেন সেই অভিজ্ঞতা নতুন কোচের সঙ্গে ভাগ করে নিলেন দ্রাবিড়। ‘The Most Exciting Job in The World’-এই কথা বলে নতুন কোচকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। ভিডিওতে দ্রাবিড়কে বলতে শোনা গিয়েছে, ‘তিন সপ্তাহ হল আমি ভারতীয় কোচের পদ ছেড়েছি। বার্বাডোজে বিশ্বকাপ জেতার মূহূর্ত এখনও ভুলতে পারিনি। মুম্বাইতেও আমাদের যেভাবে সমর্থকরা স্বাগত জানিয়েছেন তাও ভোলার নয়। তোমার টিমমেট হিসেবে আমি তোমাকে মাঠে 100% উজাড় করে দিতে দেখেছি। তোমার হার না মানা স্বভাব তরুণদের উজ্জ্বীবিত করবে’।
?ref_src=twsrc%5Etfw">July 27, 2024
সেখানে দেখা গিয়েছে, নিজের পূর্বসূরী রাহুল দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলছেন জিজি। জাতীয় দলের কোচ থাকাকালীন যা যা শিখেছিলেন দ্রাবিড়, দলকে যা যা শিখিয়েছিলেন সেই অভিজ্ঞতা নতুন কোচের সঙ্গে ভাগ করে নিলেন দ্রাবিড়। ‘The Most Exciting Job in The World’-এই কথা বলে নতুন কোচকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। ভিডিওতে দ্রাবিড়কে বলতে শোনা গিয়েছে, ‘তিন সপ্তাহ হল আমি ভারতীয় কোচের পদ ছেড়েছি। বার্বাডোজে বিশ্বকাপ জেতার মূহূর্ত এখনও ভুলতে পারিনি। মুম্বাইতেও আমাদের যেভাবে সমর্থকরা স্বাগত জানিয়েছেন তাও ভোলার নয়। তোমার টিমমেট হিসেবে আমি তোমাকে মাঠে 100% উজাড় করে দিতে দেখেছি। তোমার হার না মানা স্বভাব তরুণদের উজ্জ্বীবিত করবে’।
???????????????????????????? ???????? ???????????? ???????????????????? ???????????????? ???????????????????? & ????????????????????! ????
— BCCI (@BCCI)
To,
Gautam Gambhir ✉
From,
Rahul Dravid ????#TeamIndia | #SLvIND | @GautamGambhir pic.twitter.com/k33X5GKHm0Tweet by @BCCI
এই ফোনে রীতিমিত আবেগপ্রবণ হয়ে পড়েছেন গম্ভীরও। তিনি জানিয়েছেন, ‘আমার আগের কোচ ছিলেন বলে নয়। রাহুল দ্রাবিড় এমন একজন মানুষ সমস্যায় পড়লে আমি সবসময় ওঁর কাছেই গিয়েছি। রাহুল ভাই এমন একজন মানুষ যিনি ভারতীয় ক্রিকেটের পিছনে নিজের সবটা দিয়েছেন। যাত্রা এখনও অনেকটাই বাকি। আমি আমার সবটুকু দিয়ে ভারতীয় ক্রিকেটের উন্নতি করব’।
