আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি ডেলিভারি করার জন্য আইপিএলে তিনি পাবেন ৫ লাখ ৩৬ হাজার টাকা। আসন্ন আইপিএলে অর্শদীপ সিংয়ের বলের দাম এমনই। আইপিএলে ১৮ কোটি টাকার বিনিময়ে অর্শদীপকে কিনেছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস।

গত ৬ মরশুমে অর্শদীপ খেলছেন পাঞ্জাবের হয়ে। এবারের  নিলামের আগে অর্শদীপকে রিটেন করেনি পাঞ্জাব কিংস। তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু নিলামে প্রীতি জিন্টার দল নেয় অর্শদীপকেই। ভারতীয় দলের এই তারকার জন্য ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা দর হাঁকিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।  পাঞ্জাব ১৮ কোটিতে তাঁকে দলে নিয়ে নেয়। 

সব চেয়ে বেশি দামে ঋষভ পন্থকে নেয় লখনউ সুপার জায়ান্টস। পাঞ্জাব শ্রেয়স আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ টাকার বিনিময়ে কেনে। ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা দলে ফেরায় ২৩ কোটি ৭৫ লাখ টাকায়। অর্শদীপের দাম সেখানে ১৮ কোটি।

ধরে নেওয়া হচ্ছে অর্শদীপ সিং আইপিএলে ৪ ওভার করে বল করার সুযোগ পাবেন। ১৪টি ম্যাচে তাঁর মোট ডেলিভারির সংখ্যা হবে ৩৩৬টি। অর্শদীপের প্রতিটি বলের দাম  ৫ লক্ষ ৩৬ হাজার টাকা। প্রতি ম্যাচে ৪ ওভার বোলিং না করলে প্রতিটি ডেলিভারির দাম আরও বাড়বে।