আজকাল ওয়েবডেস্ক: ম্যাচের শেষে ক্রিকেটারদের পুরস্কার দেওয়াকে কেন্দ্র করে তুমুল ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। করাচি কিংস তাদের খেলোয়াড়দের হেয়ারড্রায়ার ও বিয়ার্ড ট্রিমারের মতো পুরস্কার দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিংয়ের মুখে পড়তে হয় পিসিবিকে। এর মধ্যেই পিএসএলের আর এক দল লাহোর কালান্দার্স নিজেদের খেলোয়াড়দের জন্য নিয়ে এসেছে বিলাসবহুল চমক।

 

ইস্টার উপলক্ষে লাহোর কালান্দার্স তাদের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিশেষ উপহার দেয়। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে দেওয়া হয় এক চমকপ্রদ উপহার। একটি কাস্টমাইজড, ২৪ ক্যারেটের সোনায় মোড়া আইফোন ১৬ প্রো। শাহিন যখন ড্রেসিংরুমে পুরস্কারটি আনবক্স করেন, তখন দলের বাকিরা বিস্মিত হয়ে পড়েন। ইংল্যান্ডের ব্যাটার স্যাম বিলিংসের প্রতিক্রিয়া ছিল বিশেষভাবে নজরকাড়া। কেউ ভাবতেই পারেননি দলের অধিনায়ককে এমন উপহার দেওয়া হবে।

 

শাহিনের সতীর্থ হারিস রউফ মজার ছলে বলেন, শুধুমাত্র অধিনায়ককে এই ধরনের গিফট দেওয়া হবে কেন? এই ঘটনা নিয়ে ড্রেসিং রুমে মজার পরিবেশ তৈরি হয়। লাহোর কালান্দার্স সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখে, আমাদের অধিনায়ক তাঁর প্রাপ্য উপহার পেয়েছেন। কাস্টমাইজ ২৪ ক্যারেটের সোনায় মোড়া আইফোন ১৬ প্রো। যা শুধুমাত্র লাহোর কালান্দার্সের মেইন ম্যান শাহিন আফ্রিদির জন্য তৈরি’।

 

উল্লেখ্য, এর আগে করাচি কিংস ইংল্যান্ডের ক্রিকেটার জেমস ভিন্সকে হেয়ারড্রায়ার উপহার দেয় এবং পিএসএলে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ম্যাচের পর পাকিস্তানের পেসার হাসান আলিকে দেওয়া হয় একটি ট্রিমার যা ঘিরে তুমুল হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। এই উপহারগুলো দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই আইপিএলের সঙ্গে তুলনা করতে শুরু করেন পিএসএলের উপহার দেওয়ার এই ট্রেন্ডকে।