আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ও পিএসএল শুরুর দিনক্ষণ একই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ২৬ মার্চ। পাকিস্তান সুপার লিগেরও বল গড়াবে একই দিনে।
অর্থাৎ দুই প্রতিবেশী দেশের দুই মেগা টুর্নামেন্টের দিনক্ষণের মধ্যে সংঘাত হতে পারে।
২০২২ থেকে আইপিএলের বল গড়ায় মার্চে।
২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। চলবে ৩১ মে পর্যন্ত।
তবে পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন সপ্তাহ পরে শুরু হবে আইপিএল। বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ।
পিএসএল শুরু ২৬ মার্চ। ৩ মে শেষ হবে। এবার নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ও পিএসএলের সূচির মধ্যে সংঘর্ষ হবে।
আইপিএল শুরুর দিনক্ষণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবারের চ্যাম্পিয়ন। উদ্বোধনী ম্যাচ কোথায় খেলবে আরসিবি? চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এদিকে আইপিএলের নিলাম হচ্ছে আজ মঙ্গলবার। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। মাথিসা পাথিরানাকে নেওয়া হয় ১৮ কোটিতে। তার পরই অবাক করেছেন প্রশান্ত বীর। উত্তর প্রদেশের অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ৩০ লাখ। নিলামে তাঁর দাম হয় ১৪.২০ কোটি।
