আজকাল ওয়েবডেস্ক: বহু বছরের প্রথা ভেঙে ৩২ দলের নতুন ফরম্যাটে আয়োজন করা হয়েছিল এবারের ক্লাব বিশ্বকাপদীর্ঘ এক মাসের তুল্যমূল্য লড়াইয়ের শেষে ফাইনালে উঠেছে ফরাসি ক্লাব পিএসজি ও ইংলিশ ক্লাব চেলসিরবিরাতে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল। বারুদে ঠাসা এক ফাইনাল। দুই দলেই রয়েছে বিস্ফোরণ ঘটানোর মতো খেলোয়াড়। শেষ হাসি কার জন্য় জন্য তোলা থাকবে, সেটাই এখন দেখার।

তারা ফরাসি ফুটবলের রাজা। চলতি মরশুমে ফরাসি লিগ, কাপ ও সুপার কাপের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ েতার স্বাদ পেয়েছেইউরোপসেরার তাজ উঠেছে প্যারিস সাঁ জাঁ-র মাথায়

?ref_src=twsrc%5Etfw">July 12, 2025

এবার লুইস এনরিকের দলের সামনে নিজেদের আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের বড় সুযোগ দেম্বেলে, হাকিমিদের সামনে। 

আরও পড়ুন: দু' চোখ ভরে শুধু দেখুন মেসিকে, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল, নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন মহাতারকা

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি ফাইনালে জিতলে মিলবে বাড়তি ৪০ মিলিয়ন ডলার প্রাইজ মানিফাইনালে ওঠার পথে পিএসজি ১০৭.৭ মিলিয়ন ডলার ও চেলসি ৮৯.৫ মিলিয়ন ডলার ইতিমধ্যেই নিশ্চিত করেছে।

চ্যাম্পিয়ন হলে সব মিলিয়ে পিএসজি পাবে ১৪৭.৭ মিলিয়ন ডলার। চেলসি পাবে ১২৯.৫ মিলিয়ন ডলার।  

Enzo Maresca

সবার মনে এখন একটাই প্রশ্ন পিএসজি-র মতো দলকে কি ঠেকাতে পারবে চেলসি? ফুটবলবিশেষজ্ঞরা মনে করছেন, কাজটা কঠিন। তবে অসম্বব কিছু নয়। চেলসি কোচ এনজো মারেস্কা বলেন, ''শুধু ইউরোপ নয়, এমুহূর্তে বিশ্বের সেরা ক্লাব পিএসজিওদের খেলা উপভোগ করার মতো। প্রত্যেকটি ম্যাচের গল্প আলাদা। নিজেদের সেরাটা তুলে ধরে ফাইনালের গল্পটা আমরাই লিখতে চাই।''

ক্লাব বিশ্বকাপে বোতাফোগোর কাছে একমাত্র হার বাদ দিলে পিএসজির দাপট অব্যাহত থেকেছে। কোনও দলই দাঁড়াতে পারেনি ফরাসি চ্যাম্পিয়ন দলটির সামনে।

লিওনেল মেসির ইন্টার য়ামি উড়ে গিয়েছে পিএসজি ঝড়ে। অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদের মতো শক্তিধর ক্লাবগুলোও দাঁড়াতে পারেনি লুইস এনরিকের দলের সামনে

চেলসিকে কিন্তু মেগা টুর্নামেন্টে অগ্নিপরীক্ষার মুখে পড়তে হয়নিইংলিশ্ প্রিমিয়ার লিগে চেলসি এবার চতুর্থ হয়েছে। 

Paris-Saint-Germain

শেষ লড়াইয়ের আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন ভাবতে নারাজ পিএসজি কোচ এনরিকেফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় হাকিমিদের কোচ। এনরিকে বলেছেন, ''ঐতিহাসিক মরশুম ভাল ভাবেই শেষ করতে চাই। একশো শতাংশের বেশি নিজেদের দিতে হবে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। আমাদের কাজটা খুব সহজ হবে না। চেলসি দারুণ দল। সুযোগ দু'দলের সামনেই রয়েছে।'' কিন্তু মাঠের নব্বই মিনিট পার্থক্য গড়ে দেয়। শ্রেষ্ঠত্বের তাজ কার মাথায় উঠবে, তার জন্য ওই নব্বই মিনিটই সব।

প্যারিস সাঁ জাঁর অশ্বমেধের ঘোড়া কি থামাতে পারবে চেলসি? ফরাসি ফুটবলের আধিপত্যে কি কষাঘাত করতে পারবে ইংলিশ ফুটবল? এরকম নানা প্রশ্নের জবাব দিয়ে যাবে রবিরাতের ক্লাব বিশ্বকাপ ফাইনাল

আরও পড়ুন: ইংল্যান্ড ৩৮৭, ভারতও ৩৮৭, প্রথম ইনিংস টাই ১০ বছর পরে, তৃতীয় দিনের শেষ বেলায় উত্তাপ ছড়াল লর্ডসে