আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিক থেকে ফেরার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর মায়ের হাতের তৈরি চুরমা খাওয়াবেন কথা দিয়েছিলেন নীরজ চোপড়া।
শেষ মেশ নীরজের মায়ের কাছ থেকে প্রধানমন্ত্রী পেলেন চুরমা। যা খাওয়ার পরে জামাইকার প্রধানমন্ত্রীর কাছে মোদি বলেন, নীরজের মা নিজের হাতে তৈরি চুরমা পাঠিয়েছেন।
মোদি বলেছেন, ''শ্রদ্ধেয় সরোজ দেবি, আশা করি আপনি ভালো আছেন। জামাইকার প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভাই নীরজের সঙ্গে দেখা হয়। নীরজ ভাই আপনার হাতের তৈরি চুরমা আমাকে উপহার দিয়েছে। আমি খুব খুশি হয়েছি।''
প্রধানমন্ত্রী আরও বলেন, ''আজ এই চুরমা খাওয়ার পরে আমি আপনাকে এই চিঠি লিখছি। নীরজ অনেক বার আপনার হাতে তৈরি চুরমার কথা বলেছিল। আজ এই চুরমা খাওয়ার পরে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মা শক্তি,
উৎসর্গীকৃত এক সত্ত্বার প্রতীক। নবরাত্রির ঠিক আগেরদিন এই উপহার আমার কাছে এসে পৌঁছল। এ এক ঐশ্বরিক সমাপতন।''
প্যারিসে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নীরজ চোপড়া বলেছিলেন, “আমার ট্রেনিং পরিকল্পনা অনুযায়ী চলছে। চোটআঘাতের জন্য কয়েকটা টুর্নামেন্টে নামতে পারিনি। তবে আমি এখন বেশ ভালো আছি।”
তখনই মোদি হাসতে হাসতে বলেছিলেন, “তোর মায়ের হাতের তৈরি চুরমা কিন্তু আমার চাই।”
সেই কথা রেখেছেন নীরজ চোপড়া। নীরজের মায়ের হাতের তৈরি চুরমা খেয়ে দারুণ খুশি মোদি।
