আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সোয়ালের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্রেগ চ্যাপেল। শচীন, বিরাটের পর ব্যাটন তাঁর হাতেই থাকবে বলে মনে করেন ভারতের প্রাক্তন এই কোচ। ‘সিডনি মর্নিং হেরাল্ড’–এ নিজের কলামে গুরু গ্রেগ বলেছেন, পারথ টেস্টে যশস্বীর ১৬১ রানের ইনিংসে তিনি মুগ্ধ। গ্রেগের কথায়, ‘তরুণ ওপেনারকে একেবারে ভয়ডরহীন দেখিয়েছে। শচীন, বিরাটের পর ভারতের ব্যাটিং শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার জন্য প্রস্তুত জয়সোয়াল।’
প্রসঙ্গত, ২০০৫ থেকে ২০০৭ অবধি টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। তাঁর কথায়, ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে চলে। চ্যাপেলের কথায়, ‘ভারতের পরিকল্পনা ও পরিকাঠামো যে কত উন্নত তা জয়সোয়ালকে দেখলেই বোঝা যায়। মাত্র ১০ বছর বয়সেই যশস্বী মুম্বই চলে আসে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে।’
পারথ টেস্টে অস্ট্রেলিয়া খেলিয়েছে ন্যাথান ম্যাকসোয়ানিকে। কিন্তু ২৫ বছরের তরুণ রান পাননি। যশস্বীর সঙ্গে ম্যাকসোয়ানির তুলনা করতে গিয়ে চ্যাপেল বলেছেন, ‘২২ বছরেই যশস্বী ১৪ টেস্ট খেলে ফেলেছে। আইপিএলে ৫৩ ম্যাচ খেলে ফেলেছে। এছাড়া ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৩২টি লিস্ট এ ম্যাচ খেলেছে। অন্যদিকে, ম্যাকসোয়ানি ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ, ২২ খানা লিস্ট এ ম্যাচ ও ১৮ খানা টি২০ ম্যাচ খেলেছে।’
কোচ থাকাকালীন রাহুল দ্রাবিড়ের সঙ্গে যে তাঁর সম্পর্ক খুব ভাল ছিল, সেকথাও নিজের কলামে উল্লেখ করেছেন চ্যাপেল।
তিনি আরও বলেন, ‘তরুণদের তুলে আনছে ভারতীয় দল। এটা ভাল লক্ষ্ণণ। যশস্বী, গিল, সরফরাজরাই হবে ভবিষ্যৎ।’ সরফরাজের সঙ্গেও যে তাঁর যোগাযোগ হয়েছিল, সেটাও জানিয়েছেন চ্যাপেল। বলেছেন, ‘১৬ বছর যখন সরফরাজের বয়স তখন ওকে প্রথম দেখেছিলাম। স্কুল না গিয়ে ক্রিকেট খেলে বেড়াত।’
