আজকাল ওয়েবডেস্ক:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কটকে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের।
সঞ্জুকে দলে না নেওয়ায় প্রশ্ন উঠেছে, উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে কী পরিকল্পনা গৌতম গম্ভীরের?
টি-টোয়েন্টি ফরম্যাটে একসময়ে এক ক্যালেন্ডার ইয়ারে তিন-তিনটি সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন সঞ্জু। সেই তিনিই এখন জায়গা হারিয়েছেন।
কনিষ্ঠ ফরম্যাটে শুভমান গিল সহ-অধিনায়ক হয়ে আসার পর থেকে সঞ্জু ওপেন করার সুযোগ হারিয়েছেন। তাছাড়া উইকেট কিপার হিসেবে জীতেশ শর্মার আবির্ভাব সঞ্জুর জায়গা আরও নড়বড়ে করে দিয়েছে। জীতেশ উইকেট কিপার আবার ফিনিশারও বটে। এভাবে সঞ্জুকে পরীক্ষা করা হয়নি। ফলে সঞ্জু স্যামসন ধীরে ধীরে সরে যাচ্ছেন। আর সেটা দেখার পরই দেশের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে পরামর্শ দিয়ে বলছেন, সঞ্জুকে তিন নম্বরে ব্যবহার কর। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে ও যাতে ব্যাট করতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুই ওপেনার শুভমান গিল (৪) ও অভিষেক শর্মা (১৭) রান পাননি। তিন নম্বরে সূর্যকুমার যাদবও ব্যর্থ হন। অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''ম্যাচ শুরুর আগে সঞ্জুকে নিয়ে চর্চা চলছিল। অনেকের মনেই জিজ্ঞাসা ছিল, সঞ্জুকে কেন খেলানো হচ্ছে না। শুভমান গিল সহ-অধিনায়ক হয়ে আসার পরে সঞ্জুর পক্ষে দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে।''
অশ্বিনের পরামর্শ সঞ্জু স্যামসনকে তিন নম্বরে পাঠানো হোক। কিন্তু তিন নম্বরে তো দেশের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতে নামেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সিরিজে সূর্যকুমার যাদব জায়গা ছেড়ে দিয়েছিলেন তিলক ভার্মাকে। তিনিও তিন নম্বরে খেলতে পারেন। ফলে সঞ্জু স্যামসনের দলে জায়গা পাওয়া এই মুহূর্তে খুবই কঠিন হয়ে পড়েছে।
তবে কি সঞ্জুর জন্য প্রথম একাদশে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে? সঞ্জুকে নিয়ে কী পরিকল্পনা গম্ভীরের? সেটা কি তারকা ক্রিকেটারকে জানিয়েছেন দেশের ক্রিকেটের হেডস্যর? ভারতীয় ক্রিকেট জুড়ে এখন অনেক প্রশ্ন। কিন্তু সদুত্তর দেওয়ার কেউ নেই।
