আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট পাঁচদিন গড়ায়নি। চারদিনের মাথায় শেষ হয়ে যায়। কিন্তু কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের পিচ কিউরেটরের দাবি, দ্বিতীয় টেস্ট পাঁচদিন গড়াবে। ঠিক কেমন হবে কানপুর স্টেডিয়ামের পিচ? বুধবার জানানো হয়, আদর্শ টেস্ট ক্রিকেটের পিচ বানানো হয়েছে। প্রথম দুটো সেশনে উইকেট থেকে সাহায্য পাবে পেসাররা। শেষ তিন দিন স্পিনাররা সুবিধা পাবে। পিচ কিউরেটর শিব কুমার বলেন, 'চেন্নাই ম্যাচের একটা অনুভূতি থাকবে। সবার জন্য পিচে কিছু না কিছু থাকবে। প্রথম দুটো সেশনে বাউন্স থাকবে। প্রথম দু'দিন ব্যাটিং সহায়ক উইকেট হবে। শেষ তিনদিন স্পিনাররা সুবিধা পাবে।'

চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জেতে ভারত। কিন্তু কানপুরে লড়াই তুলনায় একটু কঠিন হতে পারে। গ্রিনপার্কের পিচ কালো মাটি দিয়ে তৈরি হয়। কানপুর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত উন্নাওয়ের কালি মিট্টি গ্রাম থেকে নিয়ে আসা হয়। সাধারণত কালো মাটির পিচ স্পিনারদের সাহায্য করে। লাল মাটির পিচ থেকে সুবিধা পায় পেসাররা। তাই মন্থর উইকেটের আশা করা যেতে পারে। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই মাটি পরীক্ষা করা হয়। এটা বিশেষ ধরনের মাটি। যা কালি মিট্টি গ্রামের একটি পুকুরের কাছে পাওয়া যায়। বছরের পর বছর ধরে এটাই হয়ে আসছে।' পরিবেশ দূষণের কথা মাথায় রেখে দ্বিতীয় টেস্টে প্লাস্টিক পদার্থ বর্জন করা হবে। স্টেডিয়ামের ভেতর টুকটাক খাওয়ার জন্যও প্লাস্টিকের প্লেট ব্যবহার করা হবে না। শুধুমাত্র কাগজের প্লেট ব্যবহৃত হবে। গ্রিনপার্কে 'সবুজ' পরিবেশ রাখাই লক্ষ্য সংস্থার কর্তাদের।