আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে শুক্রবার হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। সমস্ত দলের প্রতিনিধিই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বৈঠকে।
পাকিস্তানে যে খেলতে যাবে না তা ভারত আগেই জানিয়ে দিয়েছে। বরং হাইব্রিড মডেলের উপর জোর দিয়েছে বিসিসিআই। কিন্তু এই মডেল মানতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর, হাইব্রিড মডেলকেই সেরা বিকল্প মনে করছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মতে, টুর্নামেন্টের স্বার্থে সব দেশই এই মডেল মেনে নেবে। কারণ ভারত–পাকিস্তান না খেললে টুর্নামেন্টের জৌলুস অনেকটাই কমে যাবে।
আইসিসি প্রতিনিধিরা ক্রমাগত পিসিবির সঙ্গে বৈঠক করে চলেছে। হাইব্রিড মডেল মেনে নেওয়ার অনুরোধ করেছে। আর এই জটের জেরেই এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা যায়নি। ইতিমধ্যেই সম্প্রচারকারী সংস্থা জিও স্টার আইসিসির সঙ্গে কথা বলেছে। দ্রুত সূচি ঘোষণার উপর জোর দেওয়া হয়েছে সম্প্রচারকারী সংস্থার তরফে। আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী, অন্তত ৯০ দিন আগে সম্প্রচারকারী সংস্থার হাতে সূচি তুলে দিতে হয়। কিন্তু এবার এখনও তা হয়নি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। হাতে তিন মাস নেই। তাই চাপ দিতে শুরু করেছে সম্প্রচারকারী সংস্থা।
এদিকে সম্প্রচারকারী সংস্থা চাইছে ভারত–পাক যেন এক গ্রুপে থাকে। তাহলে একটা ম্যাচ নিশ্চিত। আলাদা গ্রুপে রাখলে কোনও দল যদি গ্রুপ পর্বেই ছিটকে যায় তাহলে ভারত–পাক হওয়ার সম্ভাবনা নেই। আর এখানেই হয়েছে সমস্যা। কারণ ভারত যাবে না পাকিস্তানে। আর পাকিস্তানও হাইব্রিড মডেল মানবে না। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট অন্যত্র সরানোও হতে পারে। সবকিছুই নির্ভর করেছে এদিনের বৈঠকের উপর।
এদিকে, ২০২৫ সালে ভারতে রয়েছে এশিয়া কাপ। হবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। আবার ২০২৬ সালে হবে টি২০ বিশ্বকাপ। এখন ভারত না গেলে পাকিস্তানও এই টুর্নামেন্টে টিম পাঠাবে না বলে হুমকি দিয়ে রেখেছে।
