আজকাল ওয়েবডেস্ক:‌ বৃষ্টিতে ভেস্তে গেছে দিল্লি–হায়দরাবাদ ম্যাচ। কিন্তু সেই ম্যাচে বিধ্বংসী বোলিং করেছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। 


যদিও আইপিএলে বোলার অধিনায়ক বড় একটা দেখা যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারদেরই দায়িত্ব দেওয়া হয়েছে অধিনায়কের। ব্যতিক্রমও আছে। যেমন অনিল কুম্বলে কিংবা প্যাট কামিন্স। আবার অশ্বিনও দায়িত্ব সামলেছিলেন দুই বছর পাঞ্জাবের।


অধিনায়ক অশ্বিন ২৮ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। সেরা বোলিং ৩/‌২৩।


আরসিবি অধিনায়ক হিসেবে অনিল কুম্বলে নিয়েছিলেন ২৬ ম্যাচে ৩০ উইকেট। সেরা বোলিং ছিল ৪/‌১৬। আর প্যাট কামিন্স ২৭ ম্যাচে নিয়ে ফেললেন ৩১ উইকেট। সেরা বোলিং ৩/‌১৯ এল দিল্লির বিরুদ্ধে সোমবার। তালিকায় দুই নম্বরে আছেন মুম্বইয়ের বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ৫৫ ম্যাচে নিয়েছেন ৩৫ উইকেট। সেরা বোলিং ৫/‌৩৬। আইপিএলে কোনও বোলার অধিনায়কের এটাই সেরা বোলিং ফিগার। তবে দু’‌বছর গুজরাট টাইটানসেরও অধিনায়ক ছিলেন তিনি। 


আর এই তালিকার শীর্ষ থাকবেন শেন ওয়ার্ন। আইপিলের শুরুতে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বেই উদ্বোধনী বছর আইপিএল জিতেছিল রাজস্থান। তারপর আর জিততে পারেনি। এই লেগস্পিনার নিয়েছেন ৫৫ ম্যাচে ৫৭ উইকেট। সেরা বোলিং ৪/‌২১। 
তবে প্যাট কামিন্স প্রথম অধিনায়ক যিনি আইপিএলে পাওয়ার প্লেতেই নিয়েছেন ৩ উইকেট।