আজকাল ওয়েবডেস্ক: অনায়াসেই বিপক্ষের উইকেট ছিটকে দেওয়া তাঁর হাতের মোয়া। কিন্তু এবার নিজেই যে সটান বোল্ড হয়ে যাবেন, কে ভেবেছিল! তাও আবার প্রথম বলেই। ঘটনা বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন। সম্প্রচারকারী চ্যানেলের একটি ইন্টারভিউতে মহিলা অ্যাঙ্করের সঙ্গে মজার কথোপকথনে জড়ান অস্ট্রেলিয়ার অধিনায়ক। ইন্টারভিউয়ে সাহিবা বালি কামিন্সকে বলেন, 'ভারতে তোমার প্রচুর ফ্যান রয়েছে। বিশেষ করে মহিলারা। প্রচুর মহিলার ক্রাশ তুমি, তারমধ্যে আমিও আছি। আমার প্রিয় বন্ধুও রয়েছে। তোমার সঙ্গে দেখা হবে জেনে ও আমাকে মেসেজ করেছে। জানিয়েছে, ওর হিংসে হচ্ছে। অবশ্যই সবাই জানে তুমি বিবাহিত। তবে মহিলা সমর্থকদের তুমি কীভাবে সামলাও?' 

এই প্রশ্নে বোল্ড কামিন্স। প্রথমে একটু থতমত খেয়ে যান। তারপর অজি‌ অধিনায়ক বলেন, 'আমি জানি না তুমি আমাকে হঠাৎ এই প্রশ্ন কেন করলে। তবে আমি শুধু নিজের কাজটা করে যাই।' কামিন্সের উত্তরে সন্তুষ্ট হয়নি চ্যানেলের মহিলা অ্যাঙ্কর। পাল্টা প্রশ্ন করেন, 'তুমি কি এটা জানতে?' প্রশ্ন শুনেই লাজুক হাসি কামিন্সের। কিছুটা অপ্রস্তুত, কিছুটা নার্ভাস। তবে বিপক্ষের ইয়র্কার নিখুঁতভাবে সামলান অস্ট্রেলিয়ার নেতা। প্যাটের উত্তর, 'আমি এটা নিয়ে কোনওদিন বিশেষ ভাবিনি। জানি ভারতে প্রচুর ফ্যান আছে। তাঁরা ক্রিকেটারদের নিয়ে উন্মাদনা করে। তবে আমরা হোটেলে দলের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই। তারমধ্যে অনেক সময় পরিবার থাকে। তাই সেইভাবে ব্যক্তিগত আলাপচারিতা করার সুযোগ হয় না।' সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স কামিন্সের। ১৭ উইকেট তুলে নেন। বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল। দলের প্রয়োজনে দুটো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নেন অজি অধিনায়ক। তাঁর হাত ধরে ১০ বছর পর এই কৃতিত্ব অর্জন করে অজিরা। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় প্রবেশ করেন কামিন্স। আইসিসির মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও প্রবলভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার নেতা।