আজকাল ওয়েবডেস্ক: ডেভিড ওয়ার্নারের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন প্যাট কামিন্স। স্পষ্ট বুঝিয়ে দেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। দু'দিন আগেই আন্তর্জাতিক কামব্যাকের ইচ্ছাপ্রকাশ করেছিলেন ওয়ার্নার। দলের প্রয়োজনে অবসর ভেঙে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকার সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেন। জানান, ওপেনার হিসেবে খেলার জন্য তৈরি তিনি। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক জানান, কয়েকদিন আগে এই বিষয়ে ওয়ার্নারের সঙ্গে কথা হয়েছে তাঁর। কামিন্স বলেন, 'কয়েকদিন আগে আমার সঙ্গে ডেভির কথা হয়েছে। আমার মনে পড়ছে না, ও এই প্রসঙ্গ তুলেছিল, না আমি তুলেছিলাম। আমি কী ভাবছি ও আমাকে জিজ্ঞেস করে। আমি বলি, বিগ ব্যাশে সিডনি থান্ডারের জন্য শুভেচ্ছা। ফক্সে তোমার মন্তব্য শোনার অপেক্ষায় থাকব।' 

মজার ছলে অজি‌ অধিনায়ক বলেন, ওয়ার্নার নিজের নাম হেডলাইনে দেখতে পছন্দ করে। এই প্রসঙ্গে কামিন্স বলেন, 'আমার মনে হয় নিজের নাম সংবাদপত্রের পেছনের পাতায় দেখতে পছন্দ করে। আমরা সবাই ডেভিকে ভালবাসি। তবে ও অবসর নিয়েছে। এটা ভুললে চলবে না।' এই মন্তব্যের মাধ্যমেই অস্ট্রেলিয়ার লাল বলের ক্রিকেটের অধিনায়ক বুঝিয়ে দেন, ওয়ার্নারের জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, দু'দিন আগে অবসর ভেঙে ভারত সিরিজে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার। জানিয়েছিলেন, 'আমাকে দলের প্রয়োজনে সবসময় পাওয়া যাবে। শুধু একটা ফোনের অপেক্ষা। আমি মন থেকেই এটা বলছি। যদি এই সিরিজে ওদের আমাকে দরকার পড়ে, আমি খুশি মনে পরের শিল্ড গেম খেলে ভারতের বিরুদ্ধে সিরিজে নামতে পারি।' তবে কামিন্স পাল্টা বুঝিয়ে দিলেন, ওয়ার্নার অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যেতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।‌